নারায়ণগঞ্জ আপডেট: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪ নং ওয়ার্ড গলাচিপা হতে নন্দীপাড়া পর্যন্ত সংযোগ সড়ক তৈরির দাবিতে মেয়র বরাবর লিখিত আবেদন জানিয়েছে স্থানীয় এলাকাবাসী। মূলত ব্যাবসা বাণিজ্যের প্রসারের লক্ষ্যেই এই আবেদন জানান তারা। স্থানীয়দের অভিযোগ, রেলের জায়গা অবৈধভাবে দখল করে সেখানে গার্মেন্টস ফ্রেবিক্স ব্যাবসায়ীরা টং দোকান বসিয়ে দীর্ঘদিন যাবত অবৈধভাবে ব্যবসা করে আসছে। চোর-পুলিশ খেলার মতো কিছুদিন পরপর রেলওয়ে কর্তৃপক্ষ সেখানে উচ্ছেদ অভিযান চালালেও পুনরায় অদৃশ্য কারো যোগসাজশে আবারও দোকন প্রতিস্থাপন করে চক্রটি। এরইমাঝে কিছু জায়গায় অবৈধ দখলকারীরা সেমিপাকা দোকানঘরও নির্মান করেছেন।
এদিকে রাস্তা উন্নয়নের মাধ্যমে গলাচিপা মসজিদের সম্মূখ থেকে নন্দীপাড়া মোড় পর্যন্ত একটি নতুন সড়ক নির্মানের জন্য দীর্ঘদিন যাবত দাবি জানিয়ে আসছেন অত্র এলাকার সর্বস্তরের জনগন। তাদের দাবি, রেলওয়ে জমির পশ্চিম প্রান্ত দিয়ে গলাচিপা মসজিদের সম্মূখ হতে নন্দীপাড়া রেললাইন মোড় পর্যন্ত নতুন সড়ক নির্মান করলে এখানকার ব্যবসায় প্রসার ঘটবে।
ইতোমধ্যে নন্দীপাড়া ও গলাচিপা এলাকার মাহবুবুর রহমান ভূইয়া, হাজী মোঃ আব্দুর রহিম, ইসলাম মিয়া,এনামূল হক, আসলাম সরদার, হারুনুর রশিদ, মাজহারুল ইসলাম আলম,বশির আহম্মেদ,এ.কে লিটনসহ কয়েকশত সাধারণ মানুষের গণসাক্ষরকৃত একটি আবেদন সড়ক নির্মানের প্রয়োজনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কার্যালয়ে জমা প্রদান করেন।