প্রতিবছরের ন্যায় এবারও ট্রাক ট্যাংকলরী ও কভার্ডভ্যান চালকদের সদস্য পরিচয় পত্র নতুন ইস্যু ও নবায়নের জন্য চেকপোষ্ট পরিচালনা করেছে নারায়ণগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরী ও কভার্ডভ্যান ইউনিয়ন (রেজি নং: ঢাকা-২৫৯৮)।
বৃহস্পতিবার শহরের মন্ডলপাড়া এলাকায় এ চেকপোষ্ট পরিচালনা করা হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরী ও কভার্ডভ্যান ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু বলেন, আজ পোষ্টের মাধ্যমে বিভিন্ন ট্রাক ট্যাংকলরী ও কভার্ডভ্যান চালকদের সদস্য পরিচয় পত্র নতুন ইস্যুও নবায়ন করা হচ্ছে। এই পরিচয় পত্র থাকলে বিভিন্ন দূর্ঘটনয়ে ক্ষতিগ্রস্থ হওয়া চালক শ্রমিক ও তাদের পরিবারকে এ সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়াও সড়কের যে কোন ঝামেলায় সংগঠন পাশে থাকে। তাই তাদের স্বার্থেই এ পরিচয়পত্র নবায়ন করা হচ্ছে। এ চেকপোষ্ট আমরা প্রতিবছরই করে থাকি।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরী ও কভার্ডভ্যান ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম সাব, সহ সম্পাদক ফিরোজ আলম বকুল, কোষাধক্ষ্য সাইফুল ইসলাম পলাশ, দপ্তর সম্পাদক এনায়েত হোসেন, কার্যকরী সদস্য মোক্তার হোসেন, আওলাদ খন্দকার প্রমূখ।