1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ওয়াল নির্মান # তারা চিহ্নিত ভুমিদস্যু এলাকাবাসির অভিযোগ - নারায়ণগঞ্জ আপডেট
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
নারায়ণগঞ্জে সংস্কারের পর নির্বাচনের দাবিতে মার্চ ফর ড. ইউনূস কর্মসূচি পালিত গাজায় ইসরাইলী গনহত্যায় ফিলিস্তিনি শহীদদের স্বরনে বন্দরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত কর্মী ছাড়া নেতাদের দুই পয়সা মূল্য নেই : ফরিদ সিদ্ধিরগঞ্জে একটি ঝুটের গোডাউন ও দুটি দোকানে আগুন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেন বাংলাদেশ মায়ের পিস্তল নিয়ে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে সন্তানের হামলা, নিহত ২ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০০ একরের বেশি জমিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস ইইউ ঘোষিত ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা দখলের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে জার্মানি টানা পাঁচদিন মাঝারি থেকে ভারী বৃষ্টির আভাস

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ওয়াল নির্মান # তারা চিহ্নিত ভুমিদস্যু এলাকাবাসির অভিযোগ

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২১৬ Time View
ছবি
ছবি

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ এনায়েত নগর লাকি বাজারএলাকায় আদালতের নির্দেশ অমান্য করে নির্মিত হচ্ছে টিনসেট ঘরের দেয়াল নির্মান। আদালতের আদেশকে কোন তোয়াক্কা না করেই জোর পুর্বক ভাবে দেয়ার নির্মানের কাজ চলমান রয়েছে। অথচ আদালত থেকে যখন অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয় তখন এই জায়গায় খালি ছিল বলে অভিযোগ মামলার বাদি শামসুদ্দিনের। গতকাল কাজ চলামান অবস্থায় দেখতে পান সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক কামাল হোসেন। তখন তিনি অভিযুক্ত মামলার বিবাদি বাবুলের পক্ষে স্ট্যাম্পের মাধ্যমে পাওয়ার নেওয়া হারুন ও তার সহযোগি শাহজানকে কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দেন।
মামলার বাদি শামসুদ্দিন বলেন, জোর পুর্বক ভাবে সন্ত্রাসী হারুন, শাহজাহানরা আমাদের জায়গায় দখলে নেয়ার পায়তারা করে। পরে আমরা বাধা দিলে তারা আমাদেরকে হত্যার হুমকি প্রদান করেন। সেই সাথে এই জায়গার সামনে যেতে নিষেধ করেন। পরে আমরা আদালতের সরনাপন্ন হয়ে বিজ্ঞ যুগ্ম জেলা জজ ১ম আদালতে মামলা দায়ের করি। যার মামলা নম্বর ৩৪৪/১৪।
এদিকে যুগ্ম জেলা জজ ১ম আদালতের মো. মহিউদ্দিন খান মামলার আদেশে উল্লেখ্য করেন, ৩৪৪/১৪ মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নালিশী ভুমিতে কোন ঘর উত্তোলন বা কোন াআকার পরিবর্তন কিংবা পরিবর্ধন সংক্রান্তে বাদী বিবাদী উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়া অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত দোতরফা শুনানী আন্তে নিষ্পত্তি করা হলো।
সরেজমিনে দেখা যায়, আদালতের নিষেধাজ্ঞার পরেও কাজ চলমান আছে। ফ্লোরে এবং রাস্তায় রড রাখা হয়েছে। প্রায় ৯ ফিট ইটের দেয়ার নির্মান হয়ে গেছে। এখন এই ইটের উপর রড দিয়ে ভিম ঢালায় দেয়ার জন্য রডের চুরি দিয়ে গুনা বাধাই কাজ করছে রাজ মিস্ত্রীরা। এসময় পুলিশ প্রশাসন এবং গণমাধ্যম কর্মী দেখে তারা হতভম্ব হয়ে যান।
মামলার বাদী শামসুদ্দিন জানান, যখন মামলা করি তখন এই জায়গায় কোন কিছু ছিলনা। জায়গাটি পুরো খালি ছিল। ভুমিদস্যুরা রাতের আধারে এবং দিনের বেলায় আদালতের নির্ষেধকে কোন তোয়াক্কা না করে ক্ষমতার দাপট দেখিয়ে জোর করে টিনসেট ঘর নির্মান করছে। তারা মানুষের থানা প্রশাসনকে অর্থের বিনিময়ে ম্যানেজ করে এই ভাবে জোর করে জায়গা দখল কের নেন। মামলা তুলে নিতেও দেওয়া হচ্ছে নানা হুমকি ধামকি। এছাড়া আমার ভাগিনা মোফাজ্জলকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করান। তারা মামলা জিততে না পেরে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করে যাচ্ছে। আমি সঠিক তদন্তের মাধ্যমে এর সুবিচারের দাবী জানাই।
মামলার বিবাদী বাবুলের পক্ষে লোক হারুন বলেন, এখানে ২০১৪ সনে অস্থায়ী নিষেধাজ্ঞা হয়। পরোক্ষনে আবার বলেন, এই জায়গায় কোন অস্থায়ী নিষেধাজ্ঞা নেই। আমরা জায়গ্ াক্রয় করে কাজ করছি। এসময় তাদের কাছে কাগজ চাইলে সঠিক কাগজ দেখাতে পারে নাই। সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক কামাল হোসেন জানান, আমরা গিয়ে তাদের কাজ বন্ধ করে দিয়ে আসছি। সেই সাথে বন্ধ রাখার জন্য বলে দিয়েি

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • শনিবার (বিকাল ৩:৪৬)
  • ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL