আতায়ে রাসূল সুলতানুল হিন্দ হযরত খাজা মাঈনুদ্দিন চিশতী (রহঃ) এর পবিত্র উরশ মোবারক মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনষ্ঠিত হয়।
১৭ ফেব্রুয়ারী রোজ শুক্রবার বাদ এশা ১নং টারমিনাল ঘাট নৌ থানা সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে খাজা মাঈনুদ্দিন চিশতী (রহঃ) এর পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হয়।
মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ব্যবিসায়ী, শ্রমিক ও মালিক সমিতির আয়োজিত গরীবে নেওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা ও মহানগর সেচ্ছাসেবকলীগ,নারায়ণগঞ্জ সভাপতি এবং সিটি বন্ধন বাস মালিক সমিতির,চেয়ারম্যান মোঃ জুয়েল হোসেন।
উক্ত ওরস মোবারক অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ওয়াজ নসিহত বয়ান করেন, নারায়ণগঞ্জ সদর, ফকির টোলা জামে মসজিদ, ইমাম ও খতিব হযরতুল আল্লামা মাওলানা মুফতি হাসান মুরাদ আল-আবেদী
এ সময় গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত বয়ান করেন কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু হানিফ আশ্রাফ।
এছাড়াও ওয়াজ নসিহত করেন,হযরত মাওলানা নাছির উল্লাহ,ইমাম ও খতিব ৩নং মাছ ঘাট জামে মসজিদ। পবিত্র ওরশ মোবারক বক্তাদের বয়ান শেষে সকল কবরবাসী ও বাবা-মায়ের প্রতি মোনজাতে বিশেষ দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মোঃ কামাল, মোঃ আলম,মোঃ নুরুল,মোঃ শাহিন,মোঃ সাদ্দাম,মোঃ মুরাদ, মোঃ রাজ্জাকসহ প্রমূখ।