নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সরকারের দমন-পীড়নের প্রতিবাদে এবং ১০দফা দাবিতে কেন্দ্র ঘোষিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপি পদযাত্রা কর্মসূচিকে সফল করতে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত ইসলাম রানা ও মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দলনেতা মমিনুর রহমান বাবু’র নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছে।
শনিবার ( ১৮ ফেব্রুয়ারি ) দুপুর থেকেই নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক আওতাধীন তিনটি থানা ও সাতাশটি ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মিশনপাড়া মোড়ে এসে জড়ো হতে থাকে। এরপর দুপুর আড়াইটার দিকে মহানগর স্বেচ্ছাসেবক নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে খানপুর হাসপাতালের সামনে মহানগর বিএনপির মূল পদযাত্রায় এসে অংশগ্রহণ করেন।
এসময় মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা ফেস্টুন- ব্যানারে সুসজ্জিত হয়ে কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি চাই এবং সরকারের পদত্যাগ ও গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানোসহ ১০দফা দাবিতে শ্লোগান দেন।
নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রানার নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ- সভাপতি কামাল উদ্দিন জনি, প্রচার সম্পাদক দুলাল হোসেন, আইন বিষয়ক সম্পাদক নুরুল কাদির সোহাগ, নারায়ণগঞ্জ সদর থানার যুগ্ম আহবায়ক আব্দুল রশিদ, সদস্য দুলাল হোসেন, শাকিল, মেরিন কলেজের সাবেক (ভিপি) ও সেচ্ছাসেবক দল নেতা নজরুল ইসলাম, রিপন, লিংকন চৌধুরীসহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।