বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সরকারের দমন-পীড়নের প্রতিবাদে এবং ১০দফা দাবিতে কেন্দ্র ঘোষিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপি পদযাত্রা কর্মসূচিকে সফল করতে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর ও সাধারণ সম্পাদক রাহিদ ইশতিয়াক শিকদারের নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান করেছেন।
শনিবার ( ১৮ ফেব্রয়ারি) ) দুপুর থেকেই নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর ও সাধারণ সম্পাদক রাহিদ ইশতিয়াক শিকদারের নেতৃত্বে জড়ো হতে থাকে। এরপর দুপুর আড়াইটার দিকে মহানগর ছাত্র দলের নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে খানপুর হাসপাতালের সামনে মহানগর বিএনপির মূল পদযাত্রায় এসে অংশগ্রহণ করেন।
পদযাত্রায় এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাহজাদা রতন, সিনিয়র যুগ্ন সম্পাদক আজিজুল ইসলাম রাজীব, সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নাদিম মাহমুদ, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সদস্য সচিব মো: রাজু, যুগ্ন আহবায়ক শাহাদাত হোসেন রনি, মো: আশরাফুল, এ কে হিরা, বন্দর থানা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আলামিন, রোমান, নাদিম, সদর থানা ছাত্রদলের যুগ্ন আহবায়ক পায়েল, নারায়ণগঞ্জ কলেজ শাখা যুগ্ন আহবায়ক তুহিনুর রহমান তুহিন, মহিউদ্দিন, তোলারাম কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মনির হোসেন জিয়া, আতিকুজ্জামান অনু, আব্দুল্লাহ আল-মামুন, ফেরদাউস সহ বিভিন্ন ওয়ার্ড ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।