বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং সাবেক সাংসদ সদস্য মরহুম হাজী জালাল উদ্দিন আহাম্মদের ৩৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে দিন ব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) পরিবারের পক্ষ থেকে সকাল ৭ টায় নবীগঞ্জ বাগে জান্নাত মসজিদে কোরআন খতম, বাদ আসর মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, মরহুম হাজী জালাল উদ্দিন আহাম্মদ ১৯৮৭ সালে ২০ ফেব্রুয়ারী ৭৬ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা সদস্যর পাশাপাশি ১৯৭৯ সালে নারায়ণগঞ্জ-৫ আসনে সাংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও দীর্ঘদিন নারায়ণগঞ্জ পৌরসভায় কমিশনার ও ভাইস-চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তার উন্নয়নের কর্মকান্ডের তালিকায় রয়েছে নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ, গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়, কদম রসুলস্থ হাজী সিরাজউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় সহ একাধিক মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন। সেই সাথে নারায়ণগঞ্জ জিয়া হল ও বর্তমান ৩শ শয্যা বিশিষ্ট (খানপুর) হাসপাতাল স্থাপনের একজন সংগঠন হিসেবে দায়িত্ব পালন করেন।