আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও টিভি কাপ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় বন্দর থানাধীন আলীসাহারদী কবরস্থান সংলগ্ন বালুর মাঠে চুনাভূড়া কবরস্থান রোড তরুণ সংঘের আয়োজনে এ ফাইনাল খেলা ও টিভি কাপ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। চুনাভূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ হৃদয় ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্যে খেলাধুলার পাশাপাশি সব সময় ছাত্রদের পাশে থাকার ব্যক্ত করে মোঃ হৃদয় ভূঁইয়া জানান, তিন বেলা খাবার যেমন জরুরী তেমনি ৫ ওয়াক্ত নামাজ আমাদের জন্য জরুরী। আমাদের উচিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করা। যুবকরা খেলাধুলার পাশিপাশি নামাজ আদায় করার চেষ্ঠা করবেন বলে তিনি জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড মেম্বার মোঃ মফিজুল ইসলাম, চুনাভূড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তৌফিক আহাম্মেদ মোল্লা, অস্ট্রোলিয়ার প্রবাসী মোঃ সাইদ হাসান খাঁন (আবির), আহম্মেদ এন্টারপ্রাইজ এর চেয়ারম্যান আহম্মেদ সোহান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোহেব নয়ন, মাহামুদুল হাসান, মেহেদী হাসান। ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল খেলায় ঘাড়মোড়া যুব সংঘ চুনাভূড়া যুব সংঘকে ৫-১ গোলে পরাজিত করে।