বন্দর প্রতিনিধি: এক বছর পূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউছার আশাকে গণসংবর্ধনা দেয়া হয়েছে।
শুক্রবার (৩ মার্চ) রাতে বৃহত্তর বাগবাড়ী এলাকাবাসী এ গণসংবর্ধনা আয়োজনা করা হয়। গণসংবর্ধনা অনুষ্ঠানে বাগবাড়ী এলাকার বালুর মাঠে এলাকাবাসীর পক্ষে ক্রেষ্ট প্রদান করে সংবর্ধনা দেয়া হয়।
গণসংবর্ধনা অনুষ্ঠানে বৃহত্তর বাগবাড়ী এলাকার পঞ্চায়ত কমিটির সভাপতি মো. আক্তার হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, মো. মোক্তার হোসেন, মোঃ সেরাজুল ইসলাম, সার্ভেয়ার মো. জাহাঙ্গীর আলম মৃধা, মো, সেলিম মিয়া, ভেন্ডার মোঃ হানিফ, মোঃ আমিনুল, মোঃ আজারুল, মোঃ রেজাউলসহ বৃহত্তম বাগবাড়ী এলাকার স্থানীয়রা।
এলাকাবাসীর পক্ষে গণসংবর্ধনা দেয়ার পরে যুবসমাজ, ছাত্র সমাজ ও তরুণ সমাজ সেবক কাউন্সিলর আশাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।
গণসংবর্ধনা অনুষ্ঠানে নাসিক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউছার আশা বলেন, আমার নির্বাচনী প্রচারণা কদমরসূল দরগাহ শরীফ জিয়ারতের মাধ্যমে আপনাদের এই বাগবাড়ী এলাকা থেকেই প্রচারণা শুরু করেছি। আমি অতন্ত্যকৃতজ্ঞ বাগবাড়ীর লোকজন সহ আমার মরহুম দাদা জালাল হাজী, আমার পিতা আবুল কালাম ও মুকুল সাহেব সহ আপনাদের কাছে যে ¯েœহ পেয়েছি আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ।
আবুল কাউছার আশা আরও বলেন, আমার নির্বাচনী প্রচারণায় বাগবাড়ী এলাকার আজকে পর্যন্ত মা বোনদের কাছে যে ¯েœহ পেয়েছি এবং এলাকার যুবসমাজ ও মুরুব্বীদেও কাছ থেকে যে সারা পেয়েছি তাই আমাদেও পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞা জানাই। নির্বাচন করতে গেলে পক্ষ বিপক্ষ থাকবেই, নয়তো নির্বাচনের প্রয়োজন ছিল না। যারা আমার নির্বাচন করেছেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যারা আমার পক্ষে নির্বাচন না করে নির্বাচন টাকে সুন্দরভাবে প্রতিযোগিতামূলক করেছেন তাদেরকেও আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জানাই।