সাজু হোসেন: এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, জয় বাংলা সেই ভাষনে তৎকালীন বীর বাঙালীরা স্বাধীনতার স্বপ্ন দেখে ঐক্যবদ্ধ হয়ে চুড়ান্ত বিজয়ের লক্ষে যুদ্ধে নামে। সেই ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন উপলক্ষে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পুত্র একেএম অয়ন ওসমানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
মঙ্গলবার (৭ই মার্চ) সকালে অয়ন ওসমানের পক্ষ থেকে শহরের ২নং রেলগেইটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দরা এ শ্রদ্ধা নিবেদন জানান।
এসময় শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, যুবলীগ নেতা আহমেদ কাওসার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাফেল, তামিম, জুলি, বাসেদ, টিপু, সিমান্ত, সোহান, পিয়াস ও ফাহিম সহ অন্যান্যরা।