ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৮ই মার্চ) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর নারায়ণগঞ্জ এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় র্যালী ও আলোচনা সভা।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইসমত আরা বেগমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-পরিচালক আনোয়ার হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসাইন বলেন, নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সম-অধিকার নিশ্চিত করা, নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদযাপনের উদ্দেশ্যে নানা আয়োজনে বিশ্বব্যাপী পালিত হয় দিনটি। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন আনুষ্ঠানিকতায় দিবসটি পালন করছে দেশের বিভিন্ন সংগঠন গুলো। নারী পুরুষের সম অধিকার সৃষ্টির লক্ষে আমাদেরকে এগিয়ে আসতে হবে। পুরুষের পাশাপাশি নারীদের কল্যাণে আমাদের দেশ আজ স্মার্ট বাংলাদেশে পরিনত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নারীদের কল্যাণের লক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করে তা বাস্তবায়ন করেছেন।
অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, জেলা সিভিল সার্জন ডা. আবুল বাশার মুশিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর ডিডি মাহবুব আলম,উপ-পরিচালক তাসলিমা বেগম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের মহিলা সদস্য এড. নুর জাহান বেগম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, ফতুল্লা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৪,৫,৬ নং ওয়ার্ডের সদস্য ফেরদৌস আরা অনাসহ অন্যান্য সংস্থার নারী নেতৃবৃন্দ।
দিবসটি উপলক্ষে এর আগে বণার্ঢ্য র্যালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বের করা হয়।