১০ দফা দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিদ্রোহী কমিটির নেতৃবৃন্দরা। শনিবার (১১ মার্চ) বিকালে শহরের মন্ডলপাড়া এলাকায় (সাবেক জেলা বিএনপির কার্যালয়ের সামনে) কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন করেন তারা। মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক হাজী নুরুউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সদর থানা বিএনপির সদস্য সচিব আওলাদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, প্রধান বক্তা হিসেবে মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ও সাবেক মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু উপস্থিত ছিলেন।
মানববন্ধন শুরু হওয়ার পূর্বেই বিশাল মিছিল নিয়ে হাজির হয় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের অনুসারিরা। এসময় ১০ দফা দাবিসহ খালেদা জিয়া ও জাকির খানের মুক্তির দাবিতে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে মন্ডলপাড়া এলাকা। পরে শুরু হয় মানববন্ধনের মূল পর্ব।
মানববন্ধনে জাকির খানের অনুসারিরা বলেন, আমরা এ মানববন্ধন থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আওয়ামী লীগ সরকারকে জানিতে দিতে চাই এ ষোলকোটি মানুষের বাংলাদেশে তিন তিনবারের প্রধানমন্ত্রী হাজার লক্ষকোটি জনতার হৃদয়ের স্পন্দন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অবলম্বে মুক্তি দিতে হবে। তা না হলে তারেক রহমানকে চেয়ারম্যান করে ‘নির্বাচন ঐক্যফ্রন্ট’ করে আরও একটি মুক্তিযুদ্ধের মত আন্দোলন গড়ে তোলা হবে। সেই আন্দোলনে যদি জীবন দিতে হয়, বুকের রক্ত দিতে হয়, আমরা প্রস্তুত আছি।
এছাড়াও বক্তারা বলেন, আমাদের বিএনপির মধ্যেও অনেক দালাল আছে। তারাই ষড়যন্ত্র করে জাকির খানকে দীর্ঘকাল বাইরে থাকতে বাধ্য করেছিলো। জাকির খান হলো সিংহপুরুষ। তার মত নেতারই এ নারায়ণগঞ্জে প্রয়োজন। দূর্নীতিবাজদের ঠেকানোর জন্য, আওয়ামী লীগের দালালদের হাত থেকে বিএনপিকে মুক্ত করার জন্য এ নারায়ণগঞ্জে সিংহপুরুষ জাকির খানের নেতৃত্ব প্রয়োজন। আমরা অবিলম্বে তার নি:শ^র্ত কারামুক্তির দাবি জানাচ্ছি।
এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব ও বন্দর উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায় আমিনুল ইসলাম, মহানগর বিএনপি নেতা আব্দুল আউয়াল, মো: সেলিম, হাজী সফিউদ্দিন সোহেল, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি পারভেজ মল্লিক, সহ সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন শাহ্, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) জিয়াউর রহমান জিয়া, সহ সাধারন সম্পাদক রাজু আহমেদ, মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য শাহিনুর ইসলাম সুমন, মো: কামাল, সদর থানা বিএনপির সদস্য ও থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন, সদর থানা বিএনপর সদস্য মো: নাহিম, বাপ্পি হোসেন, মোঃ রনি, মোঃ মামুন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক রাকিব হাসান রাজ, সহ-সভাপতি ইসরাত জাহান রিফাত, সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, মহানগর মৎস্যজীবী দলের সদস্য মোঃ রুবেল, লিয়ন খান, রিয়াদ চৌধুরী, মোঃ আপন, বাহারাইন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রুবেল আহমেদ, শহীদ জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোঃ সজিব প্রমূখ।