ফতুল্লায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সুমন (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে কাশিপুর চর নরসিংহপুরে তারা স্পিনিং মিলের সামনে এ ঘটনাটি ঘটে। নিহত সুমন ওই স্পিনিং মিলে মেকানিক্যাল পদে কর্মরত ছিলেন।
ভোরে তিনি বাসা থেকে পায়ে হেঁটে কর্মস্থল তারা স্পিনিং মিলে যাওয়ার সময় ছিনতাইকারীরা তার সাথে থাকা মোবাইল ফোন ও নগদ কিছু টাকা হাতিয়ে নেয়। এ সময় বাধা দিলে ছিনতাইকারীরা তার বুকেসহ শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে পালিয়ে যায় ।
পরে তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। নিহত সুমন সিলেট জেলার সুনামগঞ্জ থানার ভাঙ্গাপাড়ার রজব আলীর ছেলে। তিনি নরসিংহপুর এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার গোলাম মোস্তফা ইমন জানান, সুমনের বুকে ছরিকাঘাতের মারাত্মক ক্ষত রয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।