1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
আইভীর জন্য হাতজোড় করে ক্ষমা চাইলেন শামীম ওসমান - নারায়ণগঞ্জ আপডেট
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
জেলা আদালতের এপিপি নিযুক্ত হওয়ায় অ্যাডভোকেট রাজীবকে শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা ‘নাঃগঞ্জ বার নির্বাচন’ রেজা-গালিব প্যানেলের মনোনয়ন সংগ্রহ নারায়ণগঞ্জ জেলা রোভার স্কাউট এর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ট্রাক-সিএনজির সংঘর্ষ, নিহত ২ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা হিন্দি-চীনী ভাই ভাই’পুরোনো স্লোগান ফিরছে কি ভারত ? নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার হলেন বিএনপি নেতা আসলাম ও তোফা বিদ্যালয় মাঠে কিশোর গ্যাংয়ের হামলা, স্কুল গেটের সামনে মানববন্ধন সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে বন্দর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল শক্ত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

আইভীর জন্য হাতজোড় করে ক্ষমা চাইলেন শামীম ওসমান

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৩২৬ Time View
ছবি নারায়ণগঞ্জ আপডেট
ছবি নারায়ণগঞ্জ আপডেট

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ৪০-৫০ হাজার খারাপ মানুষের সঙ্গে আমি একাই লড়তে পারবো। কারো দরকার নাই। কারণ, আমি আল্লাহর ওপর ভরসা করে রাজনীতি করি। অচিরেই সবগুলো এলাকায় যাব। তাই সবাইকে বলছি সন্ত্রাস, ভূমিদস্যু, চাঁদাবাজ ও ইভটিজারদের রুখে দিতে হবে।

বুধবার (১৫ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী এলাকার একটি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বক্তাবলী কানাইনগর ছোবহানিয়া স্কুল অ্যান্ড কলেজে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের এ আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর বক্তব্যের জবাব দিয়ে শামীম ওসমান বলেন, অনেকেই বলেন আমরা নাকি নারায়ণগঞ্জে ওসমানীয় সাম্রাজ্য কায়েম করেছি। এ কথা সত্য যে আমরা সাম্রাজ্য কয়েম করেছি। আল্লাহর হুকুমে দাদা, বাবা ও ভাই ছিলেন। আমরা সাম্রাজ্য করেছি মানুষের মনের ভেতরে জায়গা করে নিতে। আমার বাবা কোনো অলি আউলিয়া ছিলেন না। আমার বাবা কোনো খেলাফত পাননি। তিনি ছিলেন একজন সাধারণ মানুষ। দেশের সবচেয়ে ধনী পরিবারের সন্তান ছিলেন।আমরাও খেলবো, অবশ্যই খেলবো: শামীম ওসমান তিনি আরও বলেন, খান সাহেব ওসমান আলীর ছেলে ছিলেন আমার বাবা। আমার বাবা এমপি ছিলেন দুইবার। কিন্তু আমাদের পরিবারের জন্য এক টাকাও রেখে যাননি। ৭৫-৭৯ পর্যন্ত এক বেলা ভাত খেয়েছি আরেকবার খেতে পারি নাই। টাকার জন্য ফরম ফিলাপ করতে পারি নাই। আমার বাবা কারো জমি বা দেবত্তোর সম্পত্তি দখল করে নাই।শামীম ওসমান বলেন, আমার ভালো মানুষ দরকার। এক জায়গায় গেলাম প্রচারণা করলাম দেখা গেল সামনে মটরসাইকেলে একজন চলছে। আমি যাওয়ার পর দোকানে গিয়ে বলে- আমারে চিনস, দে এক প্যাকেট সিগারেট দে। এতে আমার পুরো অর্জন শেষ হয়ে যায়। তাই আমার এসব মাস্তান দরকার নাই।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনে পরিচ্ছন্নকর্মীদের বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীরাও মানুষ। তারা তাদের দাবি নিয়ে গেল সিটি করপোরেশনের নগর ভবনে। সেখানে পুলিশ দিয়ে তাদের সরিয়ে দেওয়া হলো। আমাদের একজন যার জন্য আমরা নৌকা মার্কায় ভোট চেয়েছিলাম। আপনারা সকলে ভোট দিয়ে পাশ করিয়েছেন। এখন তিনি আপনাদের চাকরি খাওয়ার হুমকি দেয়। আমি এজন্য সাংবাদিকদের মাধ্যমে সবার কাছে ক্ষমা চাই। হাতজোড় করে ক্ষমা চাই। আমি এ বিষয়ে বেশি কিছু বলতে চাইনি কিন্তু যেহেতু সাংবাদিকেরা প্রশ্ন করেছে সেহেতু উত্তর দিয়েছি।

কানাইনগর ছোবহানিয়া স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মো. শওকত আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মো. রিফাত ফেরদৌসসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার (বিকাল ৫:৪৩)
  • ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২০শে সফর, ১৪৪৭ হিজরি
  • ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL