বন্দর প্রতিনিধিধ: নারায়ণগঞ্জের বন্দরে ফরাজীকান্দা বাজারের জমি দখল নিয়ে গুলি বর্ষণ, ধাওয়া পাল্টা-ধাওয়া ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসময় ১ জন গুলিবিদ্ধ কমপক্ষে ৫ জন আহত হয়েছে। বিক্ষুদ্ধ এলাকাবাসী দুটি হোন্ডা আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।
বৃহস্পতিবার ১৬ মার্চ বেলা সাড়ে ১২ টার দিকে বন্দর উপজেলার নাসিম ওসমান সেতুর টোল প্লাজার পাশে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ফরাজীকান্দা বাজারের জমি দখলের জন্য
আজমেরী ওসমানের অনুসারী জাতীয় পার্টির নেতা পিজা শামীমের নেত্বত্বে হোন্ডা বাহিনীর ২০/২৫টি হোান্ডা নিয়ে এসে পুরো এলাকা নিয়ন্ত্রণ নিয়ে জমি মাপের কাজ শুরু করেন। এরপর ফরাজীকান্দা বড় মসজিদের পাশ্বে জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান প্রয়াত রাইসুল হকের বাড়ির লোকজন জিঙ্গোসা করলে বাকবিত- হলেগুলি ছুড়তে ছুড়তে রাইসুল হকের বাড়ির সামনে চলে যায় সন্ত্রাসীরা। এ সময় রাইসুল হকের ছেলে মনিরুল হক পারভেজ পায়ে গুলিবিদ্ধ হয়েয়ে মাটিতে লুটে পড়ে। পরে এলাকাবাসী ধাওয়া দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া চলতে থাকে। এক পর্যায়ে পারভেজের স্ত্রী সুমা হককে ঘাড়ে চাপাতি দিয়ে কোপ মারে ও রাইসুল হকের স্ত্রী মাহফুজা হককে মারধর। এ ঘটনা ঘটিয়ে বের হওয়া সময় এলাকাবাসীর ধাওয়ায় পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে পুলিশ ঘটনাস্থল এসে নিয়ন্ত্রণে চেস্টা করে। এলাকাবাসী ধাওয়ায় নাসিম ওসমাস সেতু অতিক্রম করা সময় রনক্ষেত্র পরিণত হয়। এ সময় হোন্ডাবাহানীর দুই হোন্ডা ভাঙচুর চালায় ও দুইটি হো-ায় আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।
এ বিষয় জাতীয় পার্টির নেতা পিজা শামীমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার নামে মিথ্যে অপপ্রচার চালাচ্ছে। প্রায় ১ মাস আগে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বসছিলাম কিন্তু সমাধান হয়নি। এর পর আর কোন খবর জানি না, আজকে সংঘর্ষের বিষয়ও আমি জানি না। আমি অসুস্থ্য, এ সমস্ত বিষয়ে আমি কেন যাবো।
এ বিষয় বন্দর থানার ওসি অপারেশন তসলিম জানান, ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি। তবে এ ঘটনায় পুলিশের অভিযান চলছে।