বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে আরাফাত এন্টার প্রাইজ নামক একটি প্লাস্টিকের সুতার গোডাউনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে।
শনিবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার ধামগড় ইস্পাহানি বাজারে এ ঘটনা ঘটে। অগ্নিকা-ের ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক বন্দর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এসে প্রায় ১ ঘন্টা পরে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে জানা যায়, ধামগড় ইস্পাহানি বাজারে আরাফাত এন্টার প্রাইজ নামক প্রতিষ্ঠানের মালিক সাইদুর রহমান মাসুম। তার গ্যাটেগরি প্লাস্টিকের সুতার গোডাউন রয়েছে। বৈদ্যুতিক লাইন থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকা-ের হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।