কাদেরীয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ মার্চ) সকাল ১১টায় কাদেরীয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসায় এ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াত আইভী।
পুরস্কার বিতরনীয় পূর্বে প্রধান অতিথির বক্তৃতায় মেয়র ডা.সেলিনা হায়াত আইভী শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, আপনার পাকপাঞ্জাতনে বিশ্বাসী হবেন। তাদের উপর আলম করবেন কারন মহান সৃষ্টিকর্তা আমাদের নবী করিম(সা.) কে সব কিছুর মালিক বানিয়েছেন। আমরা আল্লার দরবারে চাব নবীজির উছিলা দিয়ে। আমি এ লেক বানানোর আগে নবীজির দরবারে আমার মামার মাধ্যমে চেয়ে ছিলাম মানুষের সেবা করব মহান আল্লাহ তার উছিলায় আমাকে এ শেখ রাসেল নগরপার্ক করতে সফল করেন।
এসময় কাদেরীয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরি খেলায় বিয়জীদের মাঝে পুরস্কার তুলেন দেন।
পুরস্কার বিতরন শেষে সকল শিক্ষার্থীদের নিয়ে দুপুরের খাবার খান।