সাজু হোসেন: বাংলাদেশ তাঁতী লীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর তাঁতী লীগের উদ্যোগে র্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ মার্চ) বিকালে শহরের ২নং রেল গেইটে অবস্থিত জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা।
প্রধান অতিথির বক্তব্যে এড. খোকন সাহা বলেন, বাংলাদেশ তাঁতী লীগ হবে একটি স্মার্ট দল। দলের নেতাকর্মীদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। মনে রাখবেন ত্যাগী যোগ্যদেরকে দলের নেতৃত্বে আনতে হবে। কিছুদিন ধরে ত্বকি হত্যা নিয়ে নারায়ণগঞ্জের একটি ঐতিহ্যবাহী পরিবারকে জরিয়ে নানা ধরনের আজে বাজে কথা বলে মানুষকে ভিভ্রান্তি করার চেষ্টা করা হচ্ছে। মামলাটি আদালতে চলমান রয়েছে তাই রায় হওয়া না পর্যন্ত কাউকে খুনি বলা যায় না। তাই তাদেরকে বলতে চাই ঐতিহ্যবাহী পরিবারের বিরুদ্ধে স্বরযন্ত্র করে কোন লাভ নেই। সামনে আসছে পবিত্র রমজান মাস তাই তাদেরকে বলতে চাই কোন প্রকার মন্তব্য করার আগে বুঝে শুনে তারপর বলবেন।
এসময় মহানগর তাঁতী লীগের আহ্বায়ক চৌধুরী এইচএম ফারুক সাহেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মহানগর তাঁতী লীগের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, যগ্ম আহ্বায়ক মুকুল হোসেন রাসেল, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ হোসেন এমলাক, আমিনুল ইসলাম, আলাউদ্দিন, সদর থানা তাঁতী লীগের আহ্বায়ক মোখলেছুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের আহ্বায়ক লিটন আহমেদ, আজিম, জব্বার মোল্লা, আল-আমিন, সোহেল, আলাউদ্দিন, কালাম সহ অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।