প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার গৃহহীন-ভূমিহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন হয়।
বুধবার (২২ মার্চ) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার গৃহহীন-ভূমিহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ৯৮ টি গৃহহীন পরিবারকে এ উপহার দেওয়া হয়। ঘরের চাবি পেয়ে আবেগাপ্লুত হয়ে গৃহহীনরা তাদের অভিমত এভাবেই ব্যক্ত করেন।
ভুমিহীন মানুষেরা জানান, আমরা প্রধানমন্ত্রীর ঘর পেয়ে খুব আনন্দিত। আমার ছিলনা কোন জমি। আমি এতো দিন নিজেকে গৃহহীন মনে করতাম। মনে মনে ভাবতাম জীবনে কি আমার একটা বাড়ি হবে না। আমি কি কোন দিন জমির মালিক হবো না। আমরা ঘর পেয়ে খুব খুশি। আমাদের সব দুঃখ কষ্ট চলে গেছে। আমাদের এখন মাথা গোজার ঠাঁই হয়েছে। শেখ হাসিনা গরীবের কষ্ট বুঝে জমি ও গৃহ নির্মান করে দিয়েছেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল একটি পরিবার ও গৃহহীন থাকবে না তাই বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। এ কাজ ততদিন পর্যন্ত চলমান থাকবে যতদিন পর্যন্ত বাংলাদেশে একটি পরিবার গৃহহীন থাকবে।