মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে চাষাড়া বিজয়স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
রবিবার (২৬ মার্চ) সকাল ১১টায় নগরীর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহরে র্যালি ও ফুলের শ্রদ্ধা জানান তারা।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার, সহ-উপ পরিচালক ডা.গোলাম সারোয়ার, মেডিকেল অফিসার ডা.ফাতেমা শিরিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ,তা,ম বোরহান উদ্দিন, ডা.আব্দুর রব, মোখলেসুর রহমান, শহিদুজ্জামান প্রমূখ।