বিদ্যুৎ, গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি সহ বেগম খালেদা জিয়া মুক্তি ও ১০ দফা দাবীতে কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচী পালন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
শনিবার (১ এপ্রিল) বিকেল ৩টায় চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচী পালন করে তারা।
অবস্থান কর্মসূচীতে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ। এসময় তিনি বলেন, মূলত একটি অগণতান্ত্রিক সরকার দ্বারা দেশ পরিচালিত হচ্ছে। যার ফলে দেশে দূর্ভিক্ষের দেখা দিয়েছে। গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। দেশের মানুষকে রক্ষায় ও সুষ্ঠু নির্বাচনের জন্য একটি গণতান্ত্রিক সরকারের প্রয়োজন। ৭১ থেকে ৭৫ পর্যন্ত দেশে বাকশাল কায়েম করছিলো শেখ মুজিবুর রহমান, তেমনি বর্তমানে বর্তমান সরকারও সেটাই করছে। সাধারণ মানুষের জীবন এখন ওষ্ঠাগত। আর কত অত্যাচার করবেন। কোন মামলা হামলা করে আমাদের পিছিয়ে রাখতে পারবেন না। সেদিন শেখ মুজিব কোথায় ছিলেন, তিনিতো পাকিস্তান চলে গিয়েছিলেন। যদি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা না দিতেন তাহলে কি এই দেশ স্বাধীন হতো।
তিনি আরও বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করেছে। আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। দেশকে দূর্নীতিমুক্ত করে বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করতে হবে।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে একটি কর্মসূচী দেওয়া হয়েছে। এটাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে তান্ডব করেছে পুলিশ। বিএনপির নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশ অভিযান করেছে। কর্মসূচী প্রদান করায় কেনো আওয়ামী লীগের নেতাদের সমস্যা হয়। দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করা জনগণের সমস্যা হয়, বিএনপির নেতাকর্মীদের সমস্যা হয় কিন্তু তাদের কোন সমস্যা হয় না। কারন তারা এত টাকার মালিক হয়েছে যে এক হাজার টাকা কেজি চালের দাম হলেও তাদের কোন সমস্যা হবেনা। নিত্যপণ্যের দাম বৃদ্ধি করেছেন এটা সবসময় করে রাখতে পারবেন না, কারন তারেক রহমানের ডাকে সাধারণ মানুষ একত্রিত হয়েছে।আপনারা আর বেশীদিন সময় পাবেন না।
এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ুন কবীর, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর বিএনপির নেতা ডাঃ মুজিবুর রহমান, সদর থানা বিএনপির আহ্বায়ক মাসুদ রানা সহ অন্যান্য নেতৃবৃন্দ।