মা-বাবা এ পৃথিবীর অমূল্য সম্পদ। পরম শ্রদ্ধা ও সম্মানের পাত্র। সন্তানের কাছে মা-বাবার গুরুত্ব অনন্য। আল্লাহর ইবাদতের পর শ্রেষ্ঠ কাজ মা-বাবার সেবা করা। কোরআন- হাদিসে মা-বাবার অধিকার সবিস্তার বর্ণিত হয়েছে।
শনিবার ( ১৫ রমজান) বিকেলে দেওভোগ,১৬ নং ওয়ার্ডে বিশিষ্ট সমাজ সেবক মোঃ আলহাজ্ব মনোয়ার হোসেন মনা সরদারের নিজ বাড়িতে তার প্রয়াত মা-বাবার জন্য,ইফতার দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার দোয়ায় উপস্থিত ছিলেন,মোঃ হাজী সাইদুল ইসলাম, হাজী মোঃ রাজু, হাজী মোঃ শান্ত, হাজী মোঃশাহিন,হাজী মোঃ শহিদুল ইসলাম,মোঃ হাজী নুর হোসেন,মোঃমুল্লুক চান, মোঃ,রমজান, মোঃ নান্নু, মোঃজাকির হোসেন সেন্টু,মোঃমোতালেব হোসেন,
এডভোকেট মোঃবিটু ও পাক্কারোড খানকার হাফেজ শিক্ষার্থী সহ এলাকার গণমাধ্যম ব্যক্তিবর্গরা
দোয়া পরিচালনা করেন দেওভোগ বড় জামে মসজিদের ইমাম ও খতিব, মাওলানা শাহ্ মুহাম্মদ মহিউদ্দিন হামিদী।