বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটি কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে ঢাকা- মিরপুর ১০ পিয়াং কিং চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়, এ সময় উপস্থিত ছিলেন ডেন্টাল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি ডেন্টিস্ট মোঃ হারুনুর রশিদ । মহা-সচিব ডেন্টিস্ট মোহাম্মদ খালেদ মোছান্নাহ সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন :স্বাদেচিপের কেন্দ্রীয় সভাপতি সহকারী অধ্যাপক ডাঃ আ জ ম দৌলত আল মামুন।
সহকারী অধ্যাপক ডাঃ জ্যোতিষ চন্দ্র মন্ডল বিশেষ অতিথি : বিএমটিএ সংগ্রামী আহবায়ক জনাব ইলিয়াস মোল্লা ইলু । বিএমটিএ সদস্য সচিব জনাব শামিম শাহ্ । সোনার বাংলা নার্সেস এসোসিয়েশন সংগ্রামী সভাপতি জনাব আলমগির রানা । আরো মঞ্চে উপস্থিত ছিলেন :সংগঠনের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট
ডেন্টিস্ট জসিম উদ্দীন কাজল, সিনিয়র যুগ্ম-মহাসচিব ডেন্টিস্ট মুহাম্মদ আঃ রহিম, উপ-দপ্তর সম্পাদক ডেন্টিস্ট রজ্জব আলী দেওয়ান, সহযোগিতায় ছিলেন :
ডেন্টিস্ট আসিফ আল জাকি, ডেন্টিস্ট নিজাম উদ্দীন, ডেন্টিস্ট কবির বিশ্বাস, ডেন্টিস্ট নাদিম প্রমুখ।