প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মাধ্যমিক ও সমমান বিদ্যালয়ের (৯ম-১০ম শ্রেনী) মেধাবী শিক্ষার্থীদের মাঝে জনশুমারী ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ট্যাবলেট ও ঝুকি পূর্ন রোগে আক্রান্তদের মাঝে নগদ অর্থ বিতরন করা হয়।
বৃহস্পতিবার (১৩ই এপ্রিল) দুপুর ২ টায় উপজেলা পরিষদ ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্যাবলেট ঝুকি পূর্ন রোগে আক্রান্তদের মাঝে নগদ অর্থ বিতরন করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমন। এসময় সদর উপজেলার ৫৮ টি স্কুলের মধ্যে ৩২৪ জন শিক্ষার্থীদের ট্যাবলেট ও ঝুকি পূর্ন রোগে আক্রান্ত ৫৪ জনের মাঝে সমাজ কল্যাণ অধিদপ্তর থেকে নগদ অর্থ বিতরন করা হয়।
ঐ সময় প্রধান অতিথির বক্তৃতায় শামীম ওসমান বলেন, বিএনপির সাবেক সদস্য সচিব মামুন মাহমুদের উপর ছুরিকাঘাতের হামলা ঘটে। তার সঙ্গে আমার দুই একবার কথা হয়েছে । ভদ্রলোক মানুষ শিক্ষিত লোক। সিদ্ধিরগঞ্জ বাড়ি। এলাকার একজন সাবেক এমপি আছেন। ওনি অনেগুলো খুনের সঙ্গে জড়িত। ওনার ব্যাপারে আমি বলতে চাই না ওনাকে আমি ফ্যাক্টর মনে করি না। সাবেক এমপির ছেলে রিফাত সহ আরো কয়েকজন মিলে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করা হয়েছিল। তাদের পরিকল্পনায় একজন হেরোইনখোর পল্টনে মামুন মাহমুদকে ছুরিকঘাত করা হয়।
এক প্রতিদ্বন্দ্বিকে সরিয়ে দেওয়া ও আর দ্বিতীয়ত বিএনপির সেক্রেটারী মারা গেলে আমাদের উপর দোষ ফেলা। ওই ঘটনাটি মতিঝিলের পুলিশ কমিশনার বেশ গুরুত্ব সহকারে নেয়। ওনি দেখলেন একজন অধ্যাপক মানুষ বিএনপি নেতা কেন একজন হেরোইনখোর কেন মারতে যাবে। পরে গ্রেপ্তারকৃতকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে এবং আদালতে স্বীকারোক্তি দিয়েছে।