নিজস্ব প্রতিনিধি: মহান মে-দিবস ও আর্ন্তজাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও জাতীয় শ্রমিক ফেডারেশনের উদ্যেগে ৩ দফা দাবি নিয়ে সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ মে) সকাল ৯ টায় চাষাড়াস্থ প্রেসক্লাবের সামনে এ সমাবেশ ও লাল পতাকার মিছিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির কারনে শ্রমজীবী পরিবার যখন কঠিন দুরবস্থায় তখন আমরা মে-দিবস উদযাপন করছি। জীবন যাপনের জন্য উপযুক্ত বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, বিনোদন ও ভবিষ্যৎ সঞ্চয় বলতে বাংলাদেশের শ্রমিকদের অবস্থা অত্যন্ত নাজুক। বাংলাদেশের পোশাক শিল্প ৭৬ ভাগ রপ্তানি আয় করে অথচ এই শিল্পের শ্রমিকদের বেতন বিশ্বের সর্বনিম্ম পর্যায়ে।
নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা হয়নি, আগুনে পুড়ে-ভবন ধসে শ্রমিকদের মর্মান্তিক মৃত্যু হচ্ছে। দাবী-অধিকারের কথা বলতে গেলে পুলিশের গুলিতে শ্রমিকের প্রান হারাচ্ছে। এ যেন ১৮৮৬ সালের শিকাগো শহর। ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরে মালিকেরা শ্রমিকদের সাথে যে আচরন করেছিল আজ বাংলাদেশের মালিক শ্রেনীও শ্রমিকদের সঙ্গে অনুরুপ আচরন করে চলছেন।
পুজিঁবাদের ধর্ম মানুষের সম্পদ শোষন ও লুটপাট করে মানুষকে তিলে-তিলে নিঃস্ব করে দেওয়া। স্বাধীনতা পরবর্তী ৫১ বছরে পুজিঁবাদ বা মালিক শ্রেনী তাদের পক্ষের রাজনীতি দিয়ে বাংলাদেশের জমিনে সহজে এই কাজটি করে ফেলেছে।
নেতৃবৃন্দ শ্রমিকদের নিম্মতম মজুরী ২৩,০০০ টাকা ঘোষনা, শ্রমিক ছাটাই ও নির্যাতন বন্ধ, শ্রমিকদের জন্য রেশনিং ও আবাসনের ব্যবস্থা শ্রমিক স্বার্থ বিরোধী কালো আইন বন্ধ ও গনতান্ত্রীক আইন চালু করার দাবি জানান।
এসময় জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি হুমায়ন কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিমাংসু সাহা, জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি হাফিজুল ইসলাম, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রবিউল চৌধুরী,
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন মোল্লা, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি কাউছার মোড়ল, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, ফতুল্লা থানার সভাপতি রায়হান শরীফ, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, আর কে গ্রুপ প্যারাটি ফ্যাশনের লিমিটেডের শ্রমিক সভাপতি আলম হোসেন, মনিরুল হক সহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।