নারায়ণগঞ্জে আলোচিত সাব্বির হত্যা মামলার আসামী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানকে আদালতে তোলা হওয়ার খবরে রোববার (০৭ মে) সকাল থেকেই প্রায় সহস্রাধীক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের ঢল নামে আদালতপাড়ায়। এসময় জাকির খানের মুক্তির দাবিতে নেতাকর্মী ও সমর্থকদের আদালতপাড়া ছাড়াও জেলা জজ আদালতের দ্বিতীয় তলায় এবং আদালতপাড়ার বাইরেও অবস্থান করতে দেখা যায়। আবার কোন কোন নেতাকর্মীদের নেতৃত্বে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে মিছিল করতেও দেখা যায়।
সকালে নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সদ্য সাবেক সভাপতি এইচ এম হোসেন ও সাধারন সম্পাদক আনোয়ার হোসেন ইমরানের নেতৃত্বে প্রায় শত শত নেতাকর্মী ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে মিছিল করে জেলা প্রশাসক কার্যলয়ের ফটকের সামনে অবস্থান করেন। এসময় তারা জাকির খানের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগানও দেন।
দুপুর দেড়টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জাকির খানকে নারায়ণগঞ্জ জজ কোর্টে আনা হলে প্রিজন ভ্যানের সামনে নেতাকর্মীরা জাকির খানের মুক্তির দাবিতে ফের স্লোগান দেন।
পরে এইচ এম হোসেন সাংবাদিকদের জানান, জাকির খান রাজনৈতিক চক্রান্তের শিকার। তাকে রাজনৈতিকভাবে ঘায়েল করতে না পেরে সাব্বির হত্যা মামলা দিয়ে তাকে ফাসানোর চেষ্টা করা হচ্ছে। মূলত এ মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও বাটোয়াট। আমরা এ মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতেই আজ এখানে হাজির হয়েছি। আমরা অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহারসহ জাকির খানের নি:শর্ত মুক্তি দাবি জানাচ্ছি।
এসময় তার সাথে জেলা মৎস্যজীবী দলের নেতাকর্মীসহ জাকির খানের সমর্থকরা উপস্থিত ছিলেন।