লালমাটিয়ায় ৯৯ ব্যাচ আয়োজিত ৪ দলীয় ১ দিনের টুর্নামেন্টে জয়ী হলো “নারায়ণগঞ্জ-৯৯ স্পোর্টস ক্লাব”। দলনেতা আরাফাতের নেতৃত্বে ঝুমন খোকনের অনবদ্য ব্যাটিং নৈপূন্যে এবং জনি, রাসেল, শিবু, মানিক, জয়ন্তের চমৎকার বোলিং পাশাপাশি রামু, সোহেল হক, মোঃ মাছুম, রনি, মোবারক, সাব্বির, সুজন, রাজু, লিটুর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো।
এসময় চারদলীয় টুর্নামেন্টে ম্যান অফ দা টুর্নামেন্ট, সেরা খেলোয়ার হিসেবে বিবেচিত হন আরিফুল ইসলাম ঝুমন।