বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের আয়োজনে ফায়ার সেইফটি রেসকিউ এন্ড ফাস্ট এইড প্রশিক্ষন কর্মশাল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ মে) দুপুরে শহরের হোসিয়ারী কমিউনিটি ভবনে বিভিন্ন হোসিয়ারীর মলিক ও শ্রমিকদের নিয়ে এ প্রশিক্ষন কর্মশাল অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষন কর্মশালায় এফবিসিসিআইর প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, মো:গোলাম, এফবিসিসিআইর ফায়ার সেইফটি প্রশিক্ষক ইউনুস।
প্রশিক্ষন কর্মশালায় বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি শেখ মোঃ নাজমুল আলম সজল বলেন, আমার বঙ্গবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে অনেক টাকা পাবো। আগুনে পুরে যাওয়ায় তারা টাকা দিতে অনিহা প্রকাশ করে বলছে আগুনে পুরে গেছে সব শেষ টাকা কোথা থেকে দিব। তাদের কাছে অগ্রিম টাকা দেওয়া থাকতো আমাদের ঈদের আগে ঈদের মালা মাল ব্যবসার জন্য ঐখান থেকে আনা হতো। নারায়ণগঞ্জের অনেক ব্যবসায়ী বঙ্গবাজার আগুনে পোরার কারনে বেশি ক্ষতির মুখে পরেছে। নারায়ণগঞ্জ হচ্ছে ব্যবসার জন্য প্রাচীন একটি স্থান কিন্তু ব্যবসা করার জন্য আমরা ঋন পাই না। অথচো যারা দিতে পারবে না ঋন তাদেরকে দেওয়া ঋন। আমরা চাই আমাদেরকে অগ্নি নির্বাপকরের জন্য ভালো ভাবে প্রশিক্ষন দেয়া হউক। যাতে করে আমরাও অন্যদেরকে শিখাতে পারি।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি শেখ মোঃ নাজমুল আলম সজল এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সহ-সভাপতি (জেনারেল) মোঃ কবির হোসেন, সহ-সভাপতি (এসােসিয়েট) সাঈদ আহমেদ স্বপন, পরিচালক (জেনারেল) মোঃ আতাউর রহমান, বীর মুক্তিযােদ্ধা হাজী আলী আহমেদ শেখ, মােঃ মােজাম্মেল হক, আলহাজ্ব মােঃ আবদুল হাই, অামিরুল্লাহ রতন, আলহাজ্ব মােঃ মনির হােসেন, মােঃ সাব্বির আহমেদ সাগর,বাবু বৈদ্যনাথ পোদ্দার, মােঃ সাখাওয়াত হােসেন সুমন, মােঃ আবুল বাশার (বাসেত), পরিচালক (এসােসিয়েট) আলহাজ্ব মােঃ নাছির শেখ, হাজ্বী মোঃ শাহীন হোসেন, আলহাজ্ব নাছিম আহমেদ, আলহাজ্ব মােঃ আতাউর রহমান, আলহাজ্ব মােঃ মিজানুর রহমান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন,সাবেক মহিলা সংরক্ষিত সংসদ সদস্য হোসেনে আরা বাবলী, এড, নান্নু।