মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকীর প্রতিবাদে ফতুল্লা থানা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ মে) বিকেল ৪টায় ফতুল্লা থানাধীন পঞ্চবটিস্থ থানা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ফতুল্লা লঞ্চঘাট ঘুরে পূণরায় থানা কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এসময় ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও দেশের মানুষের উন্নয়ণে নিরলস কাজ করে চলেছেন। অথচ তারা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকী প্রদান করে। রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে দেশের প্রচলিত আইনে দ্রুত শাস্তির দাবী জানাচ্ছি আমরা। বিএনপি-জামাত জোট অধীর আগ্রহে আপেক্ষায় রয়েছে যে তারা ক্ষমতায় আসবে। কিন্তু কোন লাভ নেই এমন স্বপ্ন দেখে। কারন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যে পরিমান উন্নয়ন করেছেন তা আজ দেশের মানুষ সহ সারা বিশ্ববাসী সবাই জানে। এখন তার কাছ থেকে অনেক দেশের ক্ষমতাধর নেতারা বুদ্ধি চায়।
তিনি আরও বলেন, ঐ কুলাঙ্গার আবু সাইদ চাঁদ কে এমন শাস্তি দেয়া হোক, আগামীতে কেউ যেন এমন হুমকী কাউকে দিতে না পারে। যে মানুষটি দেশের আপামর জনতার সুখে-দুঃখে পাশে থেকে সহযোগিতা এবং দেশের উন্নয়ন করছেন তাকে হত্যার হুমকীর সাহস কোথা থেকে পেল আমরা তা জানতে চাই। আমাদের নেতা শামীম ওসমানের নির্দেশে এবং নেতৃত্বে বাংলার জমিন থেকে ঐ বিএনপি-জামাত জোটের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েই মাঠে থাকবো এবং আমাদের জানমাল দিয়ে হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখবো ইনশাল্লাহ।
ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী, ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব ফরিদ আহমেদ লিটন, সাংগঠনিক সম্পাদক এম.এ মান্নান, কার্যকরী সদস্য আবু মোঃ শরিফুল হক, ফতুল্লা থানা কৃষকলীগের সভাপতি আবু হানিফ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি মোঃ মিছির আলী সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আসা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।