প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকীর প্রতিবাদে কাশীপুর ইউনিয়ণ আওয়ামী মহিলা লীগের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
সোমবার (২২ মে) বিকেল ৫টায় কাশীপুর ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের উদ্যোগে এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
কাশীপুর ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের মহিলা সম্পাদিকা ও কাশীপুর ইউনিয়ণ পরিষদের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মেম্বার তাসলিমা আক্তারের নেতৃত্বে এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় তিনি রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আিতদ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
এসময় উপস্থিত ছিলেন, থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মরিয়ম আক্তার, কাশীপুর ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সহ-সভাপতি মিনু রহমান, সাংগঠনিক সম্পাদক নাসিমা ইসলাম, মহিলা নেত্রী রেশমা আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ।