এক সাকিব আল হাসান ছাড়া পূর্ণশক্তির ওয়ানডে দল নিয়ে জিম্বাবুয়ে সফরে গিয়েছিল বাংলাদেশ। ক্রিকেটের এই একটা ফরম্যাটেই বাংলাদেশ শক্তিশালী। যেকোনো দলকেই চ্যালেঞ্জ জানাতে পারে। কিন্তু সময় খারাপ গেলে যা হয় আরকি, জিম্বাবুয়ের মতো দলের কাছেও সিরিজ হারতে হয়েছে ২-১ ব্যবধানে! সেটাও টানা ৯ বছর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অপরাজিত থাকার পর!
ওয়ানডে সিরিজের আগে টি-টোয়েন্টি সিরিজও হেরেছে বাংলাদেশ।
পরপর দুটি সিরিজ জিতে জিম্বাবুয়ে যেন আকাশে উড়ছিল। ভারতের বিপক্ষে হোম ওয়ানডে সিরিজ সামনে রেখে দলটির কোচ এবং ক্রিকেটাররা কিছু করে দেখানোর বার্তা দিয়েছিলেন। ভারত তাদের দ্বিতীয় সারির দল পাঠায় জিম্বাবুয়ে সফরে। লোকেশ রাহুল আর শিখর ধাওয়ান ছাড়া কোনো শীর্ষ তারকাই নেই। সেই ভারতকে চ্যালেঞ্জে ফেলার হুমকি দিয়েছিল জিম্বাবুয়ে। কিন্তু বাস্তবতা বড়ই কঠিন। বাস্তবে ভারতের সামনে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ে! প্রথম দুই ওয়ানডেতে হেরেছে পাড়ার দলের মতো।
দুই ম্যাচই ভারত টস জিতে ফিল্ডিং নিয়েছে। প্রথম ওয়ানডেতে ১৮৯ রান তুলে ১০ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচ হেরেছে ৫ উইকেটে। এই ম্যাচে জিম্বাবুয়ে রান করেছিল ১৬১। বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে চারটি সেঞ্চুরি পেয়েছিল জিম্বাবুয়ে। আর ভারতের দ্বিতীয় সারির দলের বিপক্ষে তাদের কেউ ফিফটিও করতে পারেনি। তৃতীয় তথা শেষ ওয়ানডেতে জিম্বাবুয়ের ভাগ্যে যে কী আছে সেটা আর বলে দিতে হয় না। জিম্বাবুয়েতে ব্যর্থ সফর শেষে বাংলাদেশের ক্রিকেটেও চলছে ভাঙাগড়ার খেলা।