বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে কুটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল।
বুধবার (২৪ মে) দুপুরে চাষাঢ়া রেললাইন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে চাষাঢ়া গোল চত্বর হয়ে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে বিলাই জাহাঙ্গীর যে কথা বলেছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অভিলম্বে তার বিচার না হলে কঠোর আন্দোলনের ডাক দিকে ছাত্রদল।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, সরকারি তোলারাম কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আতাউর রাব্বি, আড়াইহাজার থানা ছাত্রদলের সভাপতি মাসুম বিল্লাহসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।