নিজস্ব প্রতিনিধি: সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় প্রধান অতিথির বক্তৃতায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বলেন, আপনার কি সাহস নাই, না কি চেয়ারম্যানী ছেরে দিবেন? উত্তরে চেয়ারম্যান ফজর আলী বলেন, আপনার অনুমতি ক্রমে গোগনগরে দুই চার জন লোক আছে যারা পিছন থেইক্কা কাম করতাছে আমি চেয়ারম্যানী ছাইড়া দিলেও এক মাসের মধ্যে যত ঝামেলা আছে আপনার লগে বইসা সমাধান করে দিব।
শুক্রবার (২৬ মে ) বিকালে সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় প্রাধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি ফজর আলীকে ১ মাসের আল্টিমেটাম দিয়ে সেলিম ওসমান বলেন, এক মাসের মধ্যে যদি সমস্যা সমাধান না হয় তাহলে চেয়ারম্যানী থেকে রিজান্ট দিবেন আমরা একটি শক্তি শালী চেয়ারম্যান আপনার চেয়ারে বসাবো। এই চেয়ারম্যান সাবকে যদি ভয়ই না পায় কেমন চেয়ারম্যান। আবার বলেন কয়েকজন ছাড়া এই কয়েক জনের জন্য কি আমার মা বোনেরা ঘর থেকে বার হতে পারবে না। হঠাৎ করে তাদের অত্যাচার শুরু হবে আর তারা দৌড় দিয়ে ঘরে ডুকবে। মাডার মোডার করাইলে গ্রামের থেইক্কা এক হাজার মানুষ সই কইরা মামলা করবেন।দরকার পরলে আমরা দশ হাজার মানুষ সই কইরা মামলা করমু। দেখি মামলা করলে কি দেশে পুলিশ নাই আইন নাই। বঙ্গবন্ধুকে যারা হত্যা করছিল তারা ফাসির কাস্টে জুলে নাই। অন্যাই যেই করুক তার বিচার হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রমান করে দিয়েছে অন্যায়ের কোন মাফ নাই। আল্লাহও ছাড় দিবে না আর আমরা জনপ্রতিনিধি আমরাও অবিচার করলে জাহান্নামে যাব।