বঙ্গসাথী ক্লাবের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেখ ফজলুল হক মনি স্মৃতি অনুর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) বিকালে শেখ রাসেল পার্কে এ খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ইতোমধ্যে নারায়ণগঞ্জের চারটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের কাজ বরাদ্দ করা হয়েছে। নারায়ণগঞ্জ সদর উপজেলায় জায়গার অভাবে আমরা করতে পারিনি। শেখ রাসেল মিনি স্টেডিয়ামের জন্য আরেকটি প্রজেক্ট নেয়া হয়েছে। আশা করি তাও হবে। ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট একসময় ছিল। ফুটবল ফেডারেশন এই উদ্যোগ না নেয়ায় আমরা সেটা চালাচ্ছি। গত বছরও এক লক্ষ চল্লিশ হাজার শিক্ষার্থী সেখানে অংশ নিয়েছে। আমরা উপজেলা জেলা পর্যায়ে টিম করছি৷ তারপর জাতীয়, আন্তর্জাতিক। আমাদের ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামটি দীর্ঘদিন পানির নিচে আছে। দীর্ঘ পাঁচ বছর ফিজিবিলিটি স্টাডি করে রিপোর্ট জমা দেয়া হয়েছে। আমরা আড়াইশ কোটি টাকা বরাদ্দ পেয়েছি। খুব শিঘ্রই আশা করি তার কাজ শুরু হবে।