চলতি (২০২৩-২০২৪) সালের অর্থ বছরে গোগনগর ইউনিয়ন পরিষদের ৫ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
রবিবার (২৮ মে) দুপুর সাড়ে ১২ টায় গোগনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ২০২৩-২০২৪ অর্থ বছরের ৫ কোটি ৫ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করেন গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফজর আলী।
এ সময় গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলী বলেন, গোনগর ইউনিয়ন পরিষদকে স্মাট ইউনিয়ন পরিষদ করার লক্ষে নারায়ণগঞ্জ -৫ আসনের দানবীরখ্যাত সংসদ সদস্য আলহাজ্ব একেএম সেলিম ওসমানের কঠোর নির্দেশনায় ও ডিজিটাল বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল প্রকার উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষে আমি অত্র ইউনিয়নে কাজ করে চলেছি। পদ্ধা সেতু, মেট্রোরেল, পায়রা বন্দর সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সারা দেশের নানা উন্নয়ণ মূলক কাজগুলো এখন সারা বিশ্বে প্রশংসনিত হয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আগামী দিনগুলোতে আপনাদের পাশে থেকে আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি।
বাজেট ঘোষনাকালে এ সময় উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান-১ ও ৭নং ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম, গোগনগর ইউনিয়ন পরিষদের সচিব মহিউদ্দিন দেওয়ান, ১নং ওয়ার্ড মেম্বার ইকবাল প্রধান বাপ্পি, ২নং ওয়ার্ড মেম্বার মোঃ আলী হোসেন, ৩নং ওয়ার্ড মেম্বার তোফাজ্জল হোসেন কাবিল, ৫নং ওয়ার্ড মেম্বার রফিক, ৫নং ওয়ার্ড মেম্বার বিপ্লব হোসেন হাবু, ১,২,৩নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা মেম্বার লিপি বেগম, ৪,৫,৬নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা মেম্বার নাজমা বেগম, ৭,৮,৯নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা মেম্বার নিলুফা বেগম, সৈয়দপুর বঙ্গবন্ধু ইচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য ও নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজির হোসেন ফবির সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত বাজেটে রাস্তা-ঘাট ও যোগাযোগ , ইমারত খাতে ৬৫ লাখ ৩২ হাজার টাকা বরাদ্দের ঘোষনা করা হয়েছে।