সদর উপজেলার ফতুল্লা থানাধীন কাশিপুর ইউনিয়নের ফরাজীকান্দা এলাকায় বিএনপি ও এলাকাবাসীর উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) বিকালে কাশিপুর ইউনিয়নের ফারাজীকান্দা এলাকায় অনুষ্ঠিত হয় এ মিলাদ ও দোয়া মাহফিল।
মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব।
মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন, ওমর ফারুক শোভন, আনোয়ার, শরীফ, সাদ্দাম, শামীম, কামাল, আবির, নান্নু মন্সী প্রমূখ। মিলাদ ও দোয়া মাহফিল শেষে সকলের মাঝে রান্না করা খাবার বিতরন ও পরিবেশন করা হয়।