নারায়ণগঞ্জে ইউপি সদস্য হত্যা মামলার আসামিদের আদালতে তোলা হয়। নারায়ণগঞ্জে ইউপি সদস্য দৌলত হোসেন হত্যার ঘটনায় ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১লা জুন) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান এই আদেশ দেন। পুলিশ ৩ দিন করে ৮জনের রিমান্ড আবেদন করলে তিনি ১ করে ৮ জনের রিমান্ড মঞ্জুর করেন।
নিহত ইউপি সদস্য দৌলত নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। তিনি একই সঙ্গে জেলা কৃষক লীগের সাবেক সহ-সভাপতি।
মামলার আসামিরা হলেন রুবেল (৩৭), ইমরান (৩৪), হিমেল ওরফে হিমু (২৫), শাওন (৩০), আমির হোসেন (৩৭), আবু রায়হান ওরফে রিহান (২৩), হাবিবুর রহমান হাবিব (৩৮), নাজমুল (২২)।
কোর্ট ইন্সপেক্টর আসাদুজ্জামান বলেন, মামলায় পুলিশ তিনদিনের রিমান্ড আবেদন করলে আদালত একদিন রিমাণ্ড মঞ্জুর করেন। এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। ২০২২ সালের ২৬ জুন আসামিরা দৌলত মেম্বারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পাথর দিয়ে থেঁতলে হত্যা করে।
এর আগে, গত ৯ মে আসামিরা আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আজ সোমবার মামলার রিমান্ড শুনানির দিন ধার্য হলে তদন্তকারী সংস্থা সিআইডি সাত দিনের রিমান্ড আবেদন করে। একই সঙ্গে আসামিপক্ষ জামিন আবেদন করেন। আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর সব আসামিকে ১দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।