হাজীদের হজ্ব প্রশিক্ষন কর্মশালা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জুন) সকাল ১০টায় জেলা সরকারি গণগ্রন্থাগারে কদমরসুল ট্রাভেলস্ এন্ড টুরস এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কদমরসুল ট্রাভেলস্ এন্ড টুরস্ এর চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলার উপ-পরিচালক মুফতি জামাল উদ্দিন।
এসময় তিনি বলেন, হজ্ব মুসলমানদের জন্য ফরজ করা হয়েছে তবে সেটা তাদের জন্য যাদের যথেস্ট অর্থ সম্পদ রয়েছে। হজ্বের অনেকগুলো নিয়ম রয়েছে যেগুলো সঠিকভাবে পালন করতে হয়। হজ্বের যে নিয়ম তা কি আগের মত রয়েছে। সাফা-মারওয়া পাহাড় সাঈ করতে হয় তা এখন শুধু হাটলেই চলে। তবে সে হাটা টা যেন নিয়ম মত ও শ্রদ্ধার সাথে হয় সেটা খেয়াল রাখতে হবে। হজ্বে গিয়ে একটি কথা মনে রাখতে হবে, এয়ারপোর্টে আপনাকে যে কার্ড দেওয়া হবে আপনি মারা গেলেও যেন সেই কার্ডটি না হারায়।
এসময় তিনি হজ্ব পালন করার বিভিন্ন নিয়ম-কানুন সম্পর্কে আলোচনা করেন।
৫২ জন হাজ্বীকে নিয়ে এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা ও দৈনিক সবার কন্ঠ পত্রিকার প্রকাশক ফয়েজউদ্দিন আহমেদ লাভলু, মুফতি ইমরান হোসাইন, মুফতি জাকারিয়া, আলহাজ্ব হাসমত উল্লাহ, আলহাজ্ব আব্দুস সালাম, মুফতি আল-আমিন, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।