1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
কুতুবপুরে এক বিধবার বাড়ি দখল করে নিলো দুষ্কৃতিকারীরা - নারায়ণগঞ্জ আপডেট
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:২৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা অবশ্যই পূরণ করতে হবে এটা আমাদের অঙ্গীকার : নাহিদ নারায়ণগঞ্জে সংস্কারের পর নির্বাচনের দাবিতে মার্চ ফর ড. ইউনূস কর্মসূচি পালিত গাজায় ইসরাইলী গনহত্যায় ফিলিস্তিনি শহীদদের স্বরনে বন্দরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত কর্মী ছাড়া নেতাদের দুই পয়সা মূল্য নেই : ফরিদ সিদ্ধিরগঞ্জে একটি ঝুটের গোডাউন ও দুটি দোকানে আগুন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেন বাংলাদেশ মায়ের পিস্তল নিয়ে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে সন্তানের হামলা, নিহত ২ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০০ একরের বেশি জমিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস ইইউ ঘোষিত ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা দখলের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে জার্মানি

কুতুবপুরে এক বিধবার বাড়ি দখল করে নিলো দুষ্কৃতিকারীরা

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ২৭৭ Time View

ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের একদল ভয়ংকর ভূমিদস্যু চাঁদাবাজ ও সন্ত্রাসীরা গৃহবধূ মাফিয়া আক্তারের বসতবাড়ি জোরপূর্বক দখলের জন্য দফায় দফায় হামলা এবং বাড়ি না ছাড়লে দুই শিশু কন্যাসহ গৃহবধূ মাফিয়া আক্তারকে হত্যার হুমকি

জেলা পুলিশ সুপার বরাবর ভূমিদস্যু মো: রহিম দেওয়ান, মো: মজনু মিয়া, রোকনউদ্দিন এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গৃহবধূ মাফিয়া আক্তারের লিখিত অভিযোগ//
বিশেষ সংবাদদাতা //চোখের আড়ালে কত কিছু যে সমাজে ঘটে যায় তা সরজমিন তদন্ত করলে বুঝা যায় আমাদের সমাজে মুখোশ পরা জানোয়ারের সংখ্যা কত/মাফিয়া আক্তার নামে পাগলা নয়া মাটি এলাকার এক গৃহবধূ নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার বরাবর গত 18 মে একটি লিখিত অভিযোগ দায়ের করেন/অভিযোগে তিনি স্থানীয় সন্ত্রাসীদের হাত থেকে তার বসতবাড়ি এবং তার অসহায় পরিবার বর্গকে রক্ষার জন্য পুলিশ সুপারকে আকুল আবেদন জানান/নিম মেয়ে জনস্বার্থে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য গৃহবধূ মাফিয়া আক্তারের পুলিশ সুপার বরাবর আবেদনটি হুবাহু তুলে ধরা হলো
মাননীয়, পুলিশ সুপার, পুলিশ সুপারের কার্যালয়, নারায়ণগঞ্জ/
বিষয় স্থানীয় সন্ত্রাসীদের হাত হইতে আমার বসতবাড়ি ও আমার অসহায় পরিবারবর্গকে রক্ষা করার জন্য আকুল আবেদন/ জনাব,যথাবিহিত সম্মানপূর্বক বিনতি নিবেদন এই যে,আমি মোসা: মাফিয়া আক্তার, স্বামী: মৃত বারেক দেওয়ান, সাং পাগলা নয়ামাটি, থানা: ফতুল্লা,জেলা:নারায়ণগঞ্জ, এই মর্মে আপনাকে বিনয়ের সহিত জানাইতেছি যে আমি বিগত ২০১৫ ইং সালে আমার বিবাহের পর হইতে আমার স্বামীর নির্মিত সপ্তম তলা বাড়ির চতুর্থ তলায় আমার স্বামীকে নিয়ে বসবাস করিয়া আসিতে থাকা অবস্থায় এই বাড়িতেই আমার দুই কন্যা সন্তান জন্ম লাভ করে/আমার স্বামী মালেশিয়ায় অবস্থানকালে বিগত 20/07/2021ইং তারিখে করো নাই আক্রান্ত হইয়া মৃত্যুবরণ করিলে তাহার মৃত্যুর পর তাহার স্ত্রী দাবি করিয়া মালেশিয়ান জন্মগত নাগরিক সুজানা বিনতে আব্দুল্লাহ নামক জনকম মহিলা বাদী হইয়া মোঃ রহিম দেওয়ান পিতা মৃত আইয়ুব আলী দেওয়ানকে ঢাকার একটি বুয়ার ঠিকানা উল্লেখে গ্রহীতা দেখাইয়া বিগত 24/03/2022 ইং তারিখে একটি আমুক্তার দিলে উক্ত আমমোক্তার মূলে আমি ও আমার দুইটি নাবালিকা সন্তানকে চিনে ভুক্ত করিয়া সহকারী জজ দ্বিতীয় আদালত,নারায়ণগঞ্জ এ তফসিল বর্ণিত সম্পত্তি নিয়া192/22নং বণ্টনের মোকাদ্দামা দা এর করেন আমি বাদী হইয়া বর্নিত আম মুক্তার্টি বাতিল চাহিয়া যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতে দেওয়ানী 611/22 নং ঘোষণা মূলক মোকদ্দমা দায়ের করিয়াছে/
দুইটি মোকাদ্দামাই বিচারাধীন/এমতাবস্থায় উক্ত রহিম দেওয়ান বর্ণিত আমমুক্তার মূলে কত্থক স্থানীয় সন্ত্রাসী নিয়ে জোরপূর্বক আমার দুইটি নাবালক শিশু সন্তানদেরকে তফসিল বর্ণিত বাড়ি হইতে বেআইনিভাবে উচ্ছেদের লক্ষ্যে গত ১২ মে রাত আনুমানিক ১০ ঘটিকার সময় ১০-১৫ জন সন্ত্রাসী লোকজন নিয়া আমার বাড়ির গেটে আসিয়া আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করিয়া বাড়ি ছাড়ার হুমকি দেয়/
উক্ত ঘটনায় বিগত ১৩ মে ইং তারিখে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করিলে এসআই আবু হানিফ বিষয়টি তদন্ত করার দায়িত্বে আছেন/গত ১৭ মে এন তারিখে দুপুর আনুমানিক তিনটা হইতে 3:30মিনিট সময়(1)রহিম দেওয়ান এর নেতৃত্বে স্থানীয়(2)মজনু মিয়া পিতা:মৃত আমির আলী, (3)রোকনউদ্দিন পিতা:মৃত মতিউর রহমান সর্বস্বাং পাগলা নয়া মাটি, থানা: ফতুল্লা,জেলা নারায়ণগঞ্জ আরও পাঁচ সাত জন সন্ত্রাসী লোকজন নিয়ে আমার বাড়ির চতুর্থ তলায় আমার বাসার দরজায় আসিয়া আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করিয়া মোঃ রহিম দেওয়ান জানান যে,তিনি কথিত জেনারেল পাওয়ার অব অ্যাটর্নিমূলে তফসিল বর্ণিত বাড়ি মো:মজলুম মিয়ার নিকট বিক্রয় করিয়া দিয়াছেন/তাহারা সকলে দালানের বিভিন্ন ফ্লোরে যাইয়া আমার ভাড়াটিয়াদের বলিয়া আসে যে, এ মাস হইতে বাড়ির ভাড়া মজনু মিয়ার পক্ষে রোকন উদ্দিন ও আমির হোসেনের নিকট প্রদান করার নির্দেশ দিয়া যান/বর্তমানে আমিও আমার দুইটি শিশু সন্তান বৃদ্ধা মাতা সহ সকল ভাড়াটিয়াগণ তাহাদের ভয়ে আতঙ্কের মধ্যে দিনতিপাত করিতেছি/তাহারা যেকোনো সময় দলে বলে অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হইয়া আমার স্বত্ব দখলীয় তফশিল বর্ণিত বাড়ি হইতে বেআইনিভাবে আমাদেরকে উচ্ছেদ করিয়া দিতে পারে উক্ত মনে প্রয়োজনীয় জরুরি ব্যবস্থা গ্রহণ করা একান্ত আবশ্যক/
অতএব উক্ত বিষয়ে আমাদের রক্ষা করার জন্য আপনার প্রয়োজনীয় হস্তক্ষে প্রার্থনা করিতেছি/
“তফশিল”
জেলা-নারায়ণগঞ্জ,থানা- ফতুল্লা,মৌজা দেউলপাড়াস্থিত/যাহার খতিয়ান নং সি এস779,এস এ এ৮৬৪, আর এস 705/সি এস ও এস এ দাগ নং ১১৩৩,আর এস ১৯৬৭,১৯৬৮,পরিমাণ ৮.৫ শূন্য শতাংশ,তদস্থিত সপ্তম তলা দালান/তারিখ 18/ 5/ 2023ইং/
বিনীত নিবেদিকা
মাফিয়া আক্তার
স্বামী মৃত মো: বারেক দেওয়ান/
অসহায় গৃহবধূ মাফিয়া আক্তার ও তার দুই শিশু কন্যার জীবনের নিরাপত্তা বিধানের দায়িত্ব আমাদের পুলিশ প্রশাসনের/অনতিবিলম্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মহোদয় কুতুবপুর এলাকার যে সকল চিহ্নিত সন্ত্রাসী জাল জালিয়াতি ও ভুয়া দলিলের মাধ্যমে গৃহবধূ মাফিয়া আক্তারের বসতবাড়ি ও সাত তালা ভবন দখল করতে অপচেষ্টা চালাচ্ছে তাদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা প্রশাসনের নৈতিক দায়িত্ব/
গৃহবধূ মাফিয়া আক্তার এর বিরুদ্ধে আরো যারা কুতুবপুর ইউনিয়নের সন্ত্রাসী ভূমিদস্যুরা তাকে নানাভাবে হয়রানি এবং বাড়ি থেকে উচ্ছেদ করার চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে বিস্তারিত রিপোর্ট আগামীকাল বুধবার থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত হবে/চোখ রাখুন দৈনিক ইয়াদ পত্রিকায়/আমরা সব সময় ভূমিদস্যু চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার থাকি/

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • শনিবার (রাত ৯:২৩)
  • ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL