1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
নিট ঐক্য ফোরাম এর নব নির্বাচিত নেতৃবৃন্দের চেম্বার সভাপতি কাজলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। - নারায়ণগঞ্জ আপডেট
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা অবশ্যই পূরণ করতে হবে এটা আমাদের অঙ্গীকার : নাহিদ নারায়ণগঞ্জে সংস্কারের পর নির্বাচনের দাবিতে মার্চ ফর ড. ইউনূস কর্মসূচি পালিত গাজায় ইসরাইলী গনহত্যায় ফিলিস্তিনি শহীদদের স্বরনে বন্দরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত কর্মী ছাড়া নেতাদের দুই পয়সা মূল্য নেই : ফরিদ সিদ্ধিরগঞ্জে একটি ঝুটের গোডাউন ও দুটি দোকানে আগুন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেন বাংলাদেশ মায়ের পিস্তল নিয়ে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে সন্তানের হামলা, নিহত ২ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০০ একরের বেশি জমিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস ইইউ ঘোষিত ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা দখলের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে জার্মানি

নিট ঐক্য ফোরাম এর নব নির্বাচিত নেতৃবৃন্দের চেম্বার সভাপতি কাজলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ২২৩ Time View

নারায়ণগঞ্জ আপডেট: বাংলাদেশ নিটিং অনার্স এসোসিয়েশন (বিকেওএ) এর দ্বি বার্ষিক নির্বাচনে নিট ঐক্য ফোরাম প্যানেলের নব নির্বাচিত সভাপতি সেলিম সারোয়ার এর নেতৃত্বে নির্বাচিত ২০ সদস্যগণ নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টিজ এর সভাপতি খালেদ হায়দার খান কাজলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

শনিবার (১০ জুন) বিকেলে শহরের চাষাড়া চানমারি চেম্বার অফ কমার্স ইন্ডাষ্টিজ এর ভবনে এ ফুলেল শুভেচ্ছা জানান নিট ঐক্য ফোরাম এর নব-নির্বাচিত ২০ নেতৃবৃন্দ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বিকেএমইএ এর সহ-সভাপতি (অর্থ) মোর্শেদ সারোয়ার সোহেল, যুবলীগ নেতা এহসানুল হক নিপু।

প্রসঙ্গত, ৮ জুন বৃহস্পতি উৎসব মূখর পরিবেশে বাংলাদেশ নিটিং অনার্স এসোসিয়েশন (বিকেওএ) দ্বি বার্ষিক নির্বাচন। এ নির্বাচনে নিট ঐক্য ফোরাম প্যানেলে ২১ প্রার্থীর মধ্যে ২০ জন জয়ী হন।বাংলাদেশ নিটিং অনার্স এসোসিয়েশন (বিকেওএ) দ্বি বার্ষিক নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩৭১ জন। যার মধ্যে ৩৫৩টি ভোট কাষ্ট হয়েছে। বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন এর দ্বি বার্ষিক নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন বোর্ডে চেয়ারম্যান মোহাম্মদ হাতেম, সদস্য- মো. নাজমুল আলম ও ফারুক বিন ইউসুফ পাপ্পু এবং নির্বাচন আপীল বোর্ডে চেয়ারম্যান- মো. আমির হোসেন বাদশা মিয়া, সদস্য- আশিকুর রহমান ও সোহেল আক্তার সোহান এবং নির্বাচন বোর্ডের সচিব মো. সিরাজুল ইসলাম দায়িত্ব পালন করেছেন। নিট ঐক্য ফোরাম প্যানেলে সেলিম সারোয়ার ২৩২ ভোট পেয়ে জয়লাভ করে তার সাথে তার প্যানেলে আরও যারা জয়লাভ করেন তারা হলেন, মো. আবুল বাসার ২০৫ ভোট, মো. কামাল হোসেন ২১৯ ভোট, রকিবুল হাসান রাকিব ২০৫ ভোট, মো. মিজানুর রহমান (মিজান) ১৮৯ ভোট, আবু বকর সিদ্দিক আবুল ১৯৭ ভোট, নির্মল চন্দ্র রায় ২১৭ ভোট, মো. মজিবর রহমান ২১৩, মো. নুরুজ্জামান খাঁন ২০০, মো. রায়হান আলী ২০৬ ভোট,  মো. সিরাজুল ইসলাম চৌধুরী ২০১ ভোট, মো. আবু জাফর হাওলাদার ১৮০, মো. বশির আহম্মেদ আক্তার ১৮৭ ভোট, মো. মহসীন মৃধা ২১৩ ভোট, মো. আলী রেজা ১৮৯ ভোট, মো. শফিকুর রহমান ১৭৫ ভোট, আবু সাইদ ১৯১ ভোট, জাকির হোসাইন ১৮০ ভোট, মো. কোরাইশ মল্লিক ১৮৭ ভোট, মো. ইদ্রিস মিয়া ১৬৮ ভোট পেয়ে জয়লাভ করেন নিট ঐক্য ফোরাম প্যানেলে শুধুমাত্র মো. মাসুম ১৬৭ ভোট পেয়েছেন,  সম্মিলিত নিট ঐক্য পরিষদের প্যানেল প্রধান মো. আবু তাহের (শামীম) ১৭৩ ভোট পেয়ে তার প্যনেল এ শুধু তিনি জয় লাভ করেন।

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • শনিবার (রাত ৯:২৭)
  • ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL