সুইজারল্যান্ডে সফররত বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রিন্স রহিম আগা খান সৌজন্য সাক্ষাৎ করেন। সৌজন্য সাক্ষাতের সময় পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান সহ হাই অফিসিয়ালদের একটি দল প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।
সুইজারল্যান্ডের জেনেভায় হোটেল প্রেসিডেন্টের মিটিং রুমে বুধবার (১৪ জুন) এই সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়। সংসদ সদস্য শামীম ওসমানের ব্যাক্তিগত সহকারি হাফিজুর রহমান মান্নান মিটিঙের বিষয়টি নিশ্চিত করেছেন।