২০০১ সালের ১৬ জুন চাষাড়া বোমা হামলায় নিহত সাইদুল হাসান বাপ্পীর ২২তম মৃত্যু বার্ষিকীতে শোক র্যালী, কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা জানিয়েছে পরিবারের সদস্যবৃন্দ এবং বিভিন্ন সংগঠন।
শুক্রবার (১৬ জুন) সকাল ৮টায় পাইকপাড়া কবরস্থানে মরহুমের কবরে এ ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদন করেন, আহলা দরবার শরীফ, খাজা বাবা আশেকান বৃন্দ, বাপ্পীর বন্ধু মহল, নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টি, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ, নিতাইগঞ্জ লোড আনলোড লেবার ইউনিটি, সূর্যাস্তের সাথী, সৈয়দপুর সেলুন মালিক সমিতি, রানার বন্ধু মহল, সূর্য তরুন, তান্নার বন্ধু মহল, সাইদুল হাসান বাপ্পী, কাউন্সিলরের বন্ধু মহল, শহীদ বাপ্পী স্মৃতি সংসদ, রিয়নের বন্ধু মহল, টিটুর বন্ধু মহল প্রমূখ।
শ্রদ্ধা নিবেদন শেষে মরহুম সাইদুল হাসান বাপ্পী সহ সকল মৃতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন, উত্তর নলুয়া মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ রহমত উল্লাহ।
এসময় আরো উপস্থিত ছিলেন, মরহুমের ছোট ভাই ও ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর কামরুল হাসান মুন্না, রাজিবুল হাসান রানা, তাইফুল হাসান তান্না, রফিকুল হাসান রিয়ন, মাসুদ পারভেজ ইমন, নাহিয়ান আহমেদ নিঝুম, সাজেদুর রহমান মিঠু, ভাতিজা আজমাইন হাসান সুহাশ, চাচা হাজ্বী সাদেক হোসেন, নাসিম হোসেন, দক্ষিন নলুয়া জামে মসজিদের ইমাম আবু হাসান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ২০০১ সালে চাষাড়াস্থ আওয়ামী লীগের কার্যালয়ে বোমা হামলায় ২২টি তাজা প্রাণ ঝড়ে যায়। যার মধ্যে অন্যতম ছিলেন সাইদুল হাসান বাপ্পী।