আজ ১৬ই জুন ফতুল্লা আলীগঞ্জ মাঠে নারায়নগঞ্জ জেলার এস.এস.সি ব্যাচ ১৯৯৭,১৯৯৯,২০০০ ও ২০০১ কর্তৃক আয়োজিত Battle of Batches Cricket Carnival -2023 নামে একটি ব্যাচভিত্তিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে ফাইনালে মুখোমুখি হয় ব্যাচ ১৯৯৯ আর ব্যাচ ২০০১। শ্বাসরুদ্ধকর এই জমজমাট ম্যাচে ব্যাচ ১৯৯৯ কে হারিয়ে জয়ী হয় ২০০১ ব্যাচ। এর আগে সকালে ঝুমনের অপরাজিত ৭২ আর ম্যান অফ দ্যা ম্যাচ হওয়া রাসেল ৪৯ রান ও ২ উইকেট নিয়ে ২০০০ ব্যাচের সাথে এক অনবদ্য জয় এনে দেয়।এ সময় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব আরিফুল হক হাসান।