প্রেস বিজ্ঞপ্তি: ১১-২০ গ্রেডের সরকারি কর্মচারীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম নারায়ণগঞ্জ জেলার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ জুন) বিকেলে শহরের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেনিপ ১১-২০ ফোরামের সভাপতি লুৎফর রহমান ও প্রধান বক্তা হিসেবে কেনিপ ১১-২০ ফোরামের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান এবং বিশেষ অতিথি হিসেবে কেনিপ ১১-২০ এর সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদক মো: তারিকুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক আব্দুর রব লাবু, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান শামীম, ১১-২০ ফোরাম ঢাকা বিভাগীয় সভাপতি মৌসুমী প্রধান, সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম উপস্থিত ছিলেন
১১-২০ গ্রেডের সরকারি কর্মচারীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক আব্দুল্লাহ মোহাম্মদ হালিম ভূইয়ার সভাপতিত্বে ও জেলার শাখার সমন্বয়ক সাউদ নূর এ শফিউল কাদেরের সার্বিক ব্যবস্থাপনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বাধীনতা আউটসোর্সিং কর্মচারী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুবুর রহমান আনিস, সাধারণ সম্পাদক এম.এম জীবন সহ নারায়ণগঞ্জ জেলার অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন