ঢাকা-নারায়ণগঞ্জ ডেমরা (ডিএনডি) এলাকার জলাবদ্ধতার পানি দ্রুত নিষ্কাশন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক রমজান আলী প্রামানিক। মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় পানি উন্নয়ন বোর্ডের পানি নিষ্কাশনের পাম্প স্টেশন পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।
এ সময় রমজান আলী প্রামানিক জানান, কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও কোরবানির পশুর বর্জ্যরে কারণে নিষ্কাশন খালে পানির প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় ডিএনডি উন্নয়ন প্রকল্পের আওতায় ঢাকা-নারায়ণগঞ্জ ও ডেমরার বেশ কিছু নিম্ন এলাকা প্লাবিত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দূর্গত এলাকার মানুষদের এই ভোগান্তি দর করতে পানি নিষ্কাশন খালগুলোর বাঁধাসমহ অপসারণ ও পানির প্রবাহ নিশ্চিত করে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন করার নির্দেশ দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক এস এম শহিদুল ইসলাম, প্রধান প্রকৌশলী এ কে এম তাহমিদুল ইসলাম, প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী দেওয়ান আইনুল হক, নির্বাহী প্রকৌশলী খন্দকার মুঈনুর রহমান, নির্বাহী প্রকৌশলী শাহ আলম ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রকল্প কর্মকর্তা গাজী নাজমুল হোসেনসহ পানি উন্নয়ন বোর্ড ও সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তারা। এর আগে গত সোমবার (২ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল পাম্প স্টেশন পরিদর্শন করে নারায়ণগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে জলাবদ্ধতার ব্যাপারে কথা বলেন স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান। এসময় জলাবদ্ধতায় মানুষের দূর্ভোগের কথা উল্লেখ করে শামীম ওসমান গভীর দু:খ প্রকাশ করেন। পানি নিষ্কাশন ও জলাবদ্ধতা দর না হলে ময়লা পানিতে নেমে ধর্মঘট পালনের ঘোষণাও দেন তিনি।