সাজু হোসেন:
নারায়ণগঞ্জে ডিএনডি প্রজেষ্টের কাজ চলমান থাকায় ডিএনডি আওতায় কিছু এলাকায় পানিবন্ধি অবস্থায় মানুষের জনজিবন কাটছে। পানিবন্ধি মানুষের দূর্ভোগ এরাতে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের নির্দেশে ফতুল্লা থানা যুবগীগের উদ্যোগে ড্রেনেজ পরিষ্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহন করেন ফতুল্লা থানা যুবগীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফাইজুল ইসলাম।
রবিবার (১৬ই জুলাই) সকালে যুবলীগ, যুবসমাজ ও মুরুব্বিদের নিয়ে জেল খানা এলাকার উত্তর পাশ ও বিশ্ব রোডের পূর্বপাশে দীর্ঘ দিনের জলাবদ্ধতা নিরশনে নিজ অর্থায়নে এ কাজের উদ্বোধন করেন তিনি।
এ সময় জলাবদ্ধতা নিরশনের ফলাফল নিজ চোখে দেখে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও ফতুল্লা থানা যুবগীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফাইজুল ইসলামকে ধন্যবাদ জানান এলাকাবাসী।
এ সময় ফতুল্লা থানা যুবগীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফাইজুল ইসলাম বলেন, ঈদ মানে খুশি কিন্তু ঈদের দিনেও এ এলাকার মানুষ পানিবন্ধি ছিলেন। সবার ঘরে পানি ছিল। এলাকার মানুষ যখন আমার কাছে আসে তখন আমি নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সাথে কথা বললে তিনি আমাকে নির্দেশ দেন দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। আজ আমি যুবলীগ , যুবসমাজ ও মুরুব্বিদের নিয়ে কাজ শুরু করি। আপনারা দেখেছেন এলাকার মানুষ নিজ চোখে তাৎক্ষনিক তার সুফল নিজ চোখে দেখেছেন। আপনারা শামীম ওসমানের জন্য দোয়া করবেন যাতে তিনি উন্নয়ন কাজ ধরে রাখতে পারেন। এবং কোন সমস্যা হলে আমাকে জানাবেন এমপি সাহেবের সাথে যোগাযোগ করে তা সমাধান করব।
এ সময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা যুবগীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, ফারুক হোসেন, মনির হোসেন, মনির হোসেন, মোহর, জুয়েল, মোতাহার।
আর্থিক সহযোগিতায় ছিলেন, ফতুল্লা ইউনিয়ন যুবগীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম এবু, জাকির হোসেন, ইমন ,লিটন, নাঈম প্রান্ত।