বিপুল পরিমাণ ইয়াবা সহ সোনারগাঁ থানা একজন ও আড়াই হাজার থানা কতৃক ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার বিকাল ৪টায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানা পুলিশ ৮০ হাজার পিছ ইয়াবা সহ আখতারুজ্জামান ওরফে দিলশানকে গ্রেফতার করে। সে নীলফামারী জেলার হাটখোলা ইউনিয়নের কানিয়াল খাতা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। দুপুর দেড় টায় গোপন সংবাদের ভিত্তিতে কাঁচপুর রায়েরটেক এলাকার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে ফুটওভার ব্রিজের নিচে মহাসড়কের উপর থেকে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ী চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
এছাড়াও আড়াই হাজার থানা ও জেলা গোয়েন্দা শাখা রুপগঞ্জ জোনের যৌথ অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো – ভূলতা দিঘীরপাড় এলাকার আক্তার মিয়ার বাড়ির ভাড়াটিয়া কাউসার (২৮) ও রুপগঞ্জ থানার বলাইখা টেকপাড়া এলাকার ফারুক মিয়ার ছেলে নাঈম। তারা ইজিবাইক চালক রুবেল মিয়া হত্যাকান্ডে জড়িত।