নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের শান্তি সমাবেশে বিশাল মিছিল নিয়ে যোগদান করেছে নারায়ণগঞ্জ সদর থানা কৃষক লীগ। বুধবার (১৯ জুলাই) বিকালে শহরের চাষাঢ়াস্থ নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহার সঞ্চালনায় ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিকে এ সমাবেশকে কেন্দ্র করে শহরের উকিলপাড়া এলাকায় সদর থানা কৃষক লীগের আওতাধীন বিভিন্ন ইউনিট থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হয়। সকল নেতাকর্মীরা জড়ো হওয়ার পর সেখান থেকে সদর কৃষক লীগের সভাপতি কাশেম স¤্রাটের নেতৃত্বে বের করা হয় একটি বিশাল মিছিল। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের চাষাঢ়াস্থ বালুরমাঠে জেলা কৃষক লীগের মূল মিছিলে যোগদান করে। পরে সেখান থেকে জেলা কৃষক লীগের সভাপতি সাবেক পিপি অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকনের নেতৃত্বে মিছিলসহ মহানগর আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগদান করে।
মিছিলে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, সদর থানা কৃষক লীগের সাধারন সম্পাদক রানা আহমেদ, সাংগঠনিক সম্পাদক রফিক মেম্বার, কৃষকলীগ নেতা কামাল মুন্সি, মিলন হোসেন, মামুন সরদার, কবির সরদার, সোহেল হোসেন, ফয়সাল মাদবর, মিজানুর রহমান, ছাত্রলীগ নেতা শরিফ প্রমূখ।