বিএনপি-জামাত জোটের দেশ বিরোধী চক্রান্ত ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ।
বুধবার (১৯ জুলাই) বিকেলে প্রেস ক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করা। এতে সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন।
এসময় তিনি বলেন, আমরা কোন অশান্তি চাই না, কোন বিশৃঙ্খলা চাই না। আমরা হাত গুটিয়ে বসে আছি, যদি হাত বের করি তাহলে হাত গোটাবোনা। নারায়ণগঞ্জের মাটি শান্ত রয়েছে, অশান্তি চাই না। বিএনপি যেন কোন বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য আমরা মাঠে রয়েছি। যারা আওয়ামী লীগের দাবীদার তাদের বলবো, একত্রিত হয়ে মাঠে নামুন। বিএনপি কেনো তাদের মৃত মা বাবাও আসলেও নৈরাজ্য করতে পারবে না।
তিনি আরও বলেন, ২০০১ সালে আপনারা আগুন সন্ত্রাসী করেছেন। এখন আর সে সময় নেই। আমরা কোন হামলা-ভাংচুর করিনি। দেশে উন্নয়ন করেছি। পদ্মা সেতু, মেট্রোরেল, কর্নফুলি টানেল, ফ্লাইওভার সহ বিভিন্ন উন্নয়ন করেছি। আমরা এলে দেশে উন্নয়ন হয় আর বিএনপি এলে লুটপাট হয়। এটাই আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য।
এসময় বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত নেতৃবৃন্দ মিছিল নিয়ে সমাবেশে যোগদান করে।
সমাবেশে সঞ্চালনা করেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, এড. মাহমুদা মালা, জি.এম আরমান, সাখাওয়াত সুমন, বিদ্যুত কুমার সাহা, রবিউল হোসেন সহ বিভিন্ন ওয়ার্ড থেকে নেতৃবৃৃন্দ।