অবশেষে দীর্ঘ আট মাস পর আজ মঙ্গলবার (১ আগস্ট) থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। দীর্ঘদিনের ভোগান্তির শেষে এবার স্বস্তি মিলেছে যাত্রী সাধারণের। তবে পূর্বের তুলনায় অর্ধেক ট্রেন চলাচল করবে বলে জানিয়েন স্টেশন মাস্টার এদিকে ক্ষোভও জানিয়েছেন যাত্রীরা।
পূর্বে ১৬ জোড়া ট্রেন চলাচল করলেও বর্তমানে চলাচল করবে ৮ জোড়া।
নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার কামরুল ইসলাম খান জানান, আজ ১ আগস্ট থেকে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে। নারায়ণগঞ্জ রেলপথে মোট ৮টি ট্রেন ১৬ বার আসা যাওয়া করবে। কমিউটার ট্রেন হওয়ায় ভাড়া ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। সরকারের ফাস্ট ট্র্যাকযুক্ত প্রকল্প পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে গেন্ডারিয়া অংশে তিনটি পৃথক রেললাইন নির্মাণকাজ চলমান থাকায় এবং কাজটি দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে গত বছরের ৪ ডিসেম্বর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী সব ট্রেন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।